Friday, December 16, 2016

ইতি হরিসাধন রায়

ব্যায়রাম

হরিসাধন রায়
একশো টাকা আয় হলে 
তার দুশোটাকা ব্যায়
বাজারে তাই ধার নিয়ে 
ভাই করে সে হায় হায়
মাঝে মাঝেই জেলে গিয়ে 
হরির গাজন গায়,
শাস্তি পেলে কেঁদে বলে
এ কি ঘোর অন্যায়!

আয়রাম

হরিসাধন রায়
দুশো টাকা আয় হলে 
তার একশো টাকা ব্যায়
দিনগুলো তার কাটে সুখে
টাকা জমায় স্টেট ব্যাঙ্কে 
চিন্তার লেশ নেই যে মুখে
নেই যে দেনার দায়
দানধ্যানও সে করে কিছু 
মুখটি যে তার সদাই উঁচু 
আনন্দেতে তার পরিবার
আছে যে বেজায়,
এই ভাবে সে 
তোমার আমার
প্রত্যেকদিন ভালো থাকার
দেখাচ্ছে উপায়!

আয়ের থেকেও জরুরি
তাই প্রতি মাসে নিয়মিত 
সামান্য সঞ্চয়।

No comments:

Post a Comment