Wednesday, August 9, 2023

একই কথা

শব্দ বাক্য ভাষা

অতীতের কথা সব

তাই দিয়ে বর্তমানের

হদিশ পাওয়া 

একেবারে অসম্ভব 


এখনের রীতিনীতি 

নিঃশব্দের অনুভূতি 

তরতাজা নিয়ম

কখনও কি পারবে ধরতে

অর্ধমৃত অক্ষম কলম


লেখনীর জোরে যত 

ব্যাক্ত অভিজ্ঞতা 

ফেলে আসা শতশত

অতীতের ঝরঝরে অক্ষর

সবই যেন সীমাবদ্ধ 

কমা দাড়ির লাইন

নেই তাতে নতুনত্ব 

নেই কোনও উর্বর আইন


তাই তো থামে না যুদ্ধ

ঘৃণা বিদ্বেষ কাড়াকাড়ি 

একই কথার কড়াকড়ি

অতীতের কারাগারে আবদ্ধ 

Tuesday, August 8, 2023

times


words, syntaxes, 

sentenced to the past

while you speak

you borrow from the 

bygone experience


to feel the presence

of the present

be in silence 

Monday, August 7, 2023

An experience








I close my eyes
I sense my surroundings
let me go

I am in the body
I feel the legs, the ankles,
I gently ask the knees to relax
I instruct the thighs to pause
the groins, the lower abdomen,
they heave a sigh of relief
I beseech the belly, the chest
to rest

the tired shoulders I implore them
not to move
the neck abides
the eyes, the pupils, the eyebrows,
the forehead, the head
I breathe throughout the body

it is seated on the bed
the bed in the room, the room
in the apartment, a part of E-17

E-17, I vividly feel is a part of
the neighborhood, Behala,
a portion of south Kolkata,
the city is a part of West Bengal,
the state a part of India,

the country, a part of Asia
isn’t Asia part of the world
I ask, yes the I in me quickly
replies
this world I now know is a part
of the universe

from the universe, I travel through
the stars, the galaxies, the milky ways

I find myself, I lose myself
what an ataraxy I experience
all belong to me, all are mine
no bar, no offense, no fence

with my eyes closed, I travel back
my universe, my world, my country,
I come back to my E-17, the space I call
my home
I feel connected in this peace
there’s peace, there’s peace
everywhere I touch is my home
I call all of it my home
that’s it and this is it
in this journey
there isn’t an iota of conflict

I open my eyes
what did I lose
what did I gain
I don’t know but
I promise I’ll close my
eyes, come and go

again and again 

Thursday, July 27, 2023

a mystery [part vi]

we applied our resources
with power and force
yet couldn't find the source
a mystery

cocky knowledge starts in
the intelligent classroom
wisdom begins in the
whispering womb 
a mystery

sense organs
cannot function
when they are
in operation
a mystery

we fight, we war
with full dedication,
honesty and integrity
in love and camaraderie
we lack the passion
a mystery

 

ছেলেখেলা



কাঁটাতার বেড়াজাল

বন্দুকধারী কঠোর 

সজাগ মানুষ

দিনরাত পাহাড়ায় 

দেশের জন্য মরতে 

প্রস্তুত, বাঁচতে নয়। 

অদ্ভুত পাগল দুনিয়া! 

শুধু মারামারি কাটাকাটি 

খেলে, খোলা আকাশের নীচে

উর্বর পৃথিবীর বুকে।


এই ভয়ানক অবিশ্বাসের

মধ্যে কি অবাধ্যের মত

কতগুলো লাল নীল হলুদ 

সবুজ ফুল ফুটে আছে 

দেখ! 

ওরা হাসছে আর হেলেদুলে 

বলছে,

'শাপ-লুডো খেলবি তো আয়'।

Wednesday, July 26, 2023

প্রকৃত ভালোবাসা


ভালবাসবেই যদি 

পৃথিবীর মতন বেসো।


বোমা বারুদের বর্ষণে

ক্ষতবিক্ষত মাটি থেকে

উঁকি মারে দেখ 

জীবনের চারা

প্রতারনা অবিশ্বাস নিষ্ঠুরতা

ঘৃণা যন্ত্রনা অপমান লাঞ্ছনার 

গরল দিয়ে তাকে ভরিয়ে দিলেও

পরিবর্তে সে স্বার্থহীন হয়ে 

ভালোই বাসবে, আনন্দে ভরিয়ে 

রাখবে তোমায় পাখির মধুর গানে 

হালকা বাতাসের আমেজে

সমুদ্র মহাসাগরের প্রাচুর্যে

অগাধ আকাশের সূর্য চন্দ্র 

তারায় ভরা আলোর সাজে 


ভালবাসবেই যদি তবে

পৃথিবীর মতন করে বেসো।

 

Monday, July 24, 2023

a mystery [part v]

technology advances 
like the high-rise
rich richer poor poorer
a mystery

education is necessary
all harm is done by the
educated
a mystery

we talk about the good
samaritan
neighbors bad
a mystery 
 

a mystery [part iv]

we hide our nakedness
in shame
outfits show off our pride
a mystery

civilization the most
uncivilized faux pas 
a mystery

skills should heal
they kill
a mystery

a mystery [part iii]

when you win
a war
you lose
a mystery

one and one
make one
a mystery

famille je vous hais
in friends we look for one
a mystery


a mystery [part ii]

the inside is innocent
the outside isn't
a mystery

original intelligence knows
we're one 
acquired intelligence
shows we're not
a mystery

power should heal
it kills
a mystery