Thursday, July 19, 2012

অন্তর


অন্তর

আমি প্রস্তুত  

বিশাল সমুদ্র ভয়ংকর শব্দ জলের উথাল পাথাল, এক মুহূর্তে শেষ রে দেবার হুমকি ভয়, আশঙ্কা নিয়ে আমি টিউবে ভাসছি নোন্তা জল আমার মুখের ফুটোগুলো দিয়ে ঢুকছে তার ওপর ফেনার দুর্গন্ধ আমার চোখ জলছে আমি জলে রসাতল চান্চল্য আর শব্দের মধ্যে আমি একবার এদিক আর একবার ওদিক করছি এত অনাশ্চিতের মধ্যেও একটা আনন্দ চ্ছেআমি যে কত হাল্কা তা ডাঙায় কখন বুঝতে পারিনি কোনটা সত্যি? আমার ডাঙার ভার না চন্চল সমুদ্রের তূলবৎ তরলঙ আধার? কিছুদিন আগে যখন প্রথম প্লেনে চড়েছিলাম তখন আমি আমাকে একই প্রশ্ণ করেছিলাম A নয়ত F কোন একটা দিক থেকে মাটিতে থাকা প্লেনের বাইরে দিয়ে আকাশটাকে কাল্পনিক মনে হয়েছিল, কিন্তু মাটি ছেড়ে উড়তে উড়তে যখন বাড়ি ঘর ছোট য়ে আসতে লাগল, হল বিন্দুবৎ, তখন তুলোর মত মেঘে ঢাকা আকাশটাকে সত্যি আর আমার ফেলে আসা শহরকে কাল্পনিক নে য়েছিল তখনও ভেবেছিলাম কেন আমাদের মাঝে মধ্যে দূরের থেকে নিজের ঘরবাড়ি দেখা উচিৎ আকাশ থেকে অট্টালিকাও যা কুঁড়েঘরও তা পার্থক্যে ঘিরে থাকা স্থলে থেকে তা জানা বড় মুশকিল আকাশে উড়লে বা জলে ভাসলে তা দেখা যায়

 সমুদ্রে আসার আগে ট্রেনিঙ নিতে হয়েছিল তাই জানি কি রে ডুবতে হয় তাই ডুব দিলাম ডুব দিতে দিতে একেবারে চলে গেলাম সমুদ্রের স্থলে সমুদ্রের স্থল? তবে যে জানতাম একভাগ জল আর তিনভাগ স্থল? নাঃ এসব ভাবব না ৷ আমি এসব ভাগাভাগির মধ্যে নেই, সত্যি মিথ্যের ভিড়েও নই  এত হাল্কা সৌন্দর্য্যের মধ্যে সবকিছুই চিরন্তন ম'নে হ'চ্ছে ৷ কত মাছ, কত গাছ, কত নানান রকমের জীবন কী অদ্ভূত সুন্দর তাদের ধরনধারন, সবাই স্বচ্ছ, স্তব্ধ আর স্নিগ্ধ ৷ আমার ঢাকা চোখ, বন্ধ নাক আর স্তব্ধ কান দিয়ে সমুদ্রের নিয়ম জানলাম  বাইরে চন্চল সমুদ্র, ভিতরে শান্ত, স্নিগ্ধ, বাইরে চীৎকার, হুমকি, শব্দ, ভিতরে আস্থা, স্থিতি, নিঃশব্দ কোন শব্দ নেই, এমনকি আমার নিঃশ্বাসেরও নাশুধু দেখতে পাচ্ছি তারা বুদবুদ রে ওপরে যাচ্ছে আমার খবর দেবার জন্য আর নল দিয়ে নীচে আসছে ওপরের খবর নিয়ে খাকিবেশ পরা পোস্টম্যানের মত আমি ভাসছি...মনে হ’চ্ছে যেন নিজের ভিতরেই আছি, যেন এরকম ভাসার অভ্যাস আমার আছে তখনও নল ছিল, তবে নাকে বোধহয় না, অন্য কোথাও হবে সমুদ্রের একেবারে নীচে এসে আমার ছোটবেলার একটা সুর ভেসে এল ৷ দূর থেকে গানের মত মনে চ্ছে শীতের ছুটিতে যখন দুপূরবেলা খেতে বসতাম, রোজ দুট ফেরিওয়ালা যেত আমি ডালভাত খাবার সময় শুনতামজয়নগরেএএএএর মোয়াঃআমার মাছভাত খাবার সময় শুনতামঢাকাআআআই ক্ষীঈঈঈঈর আমার খাবারের সাথে এই ডাকগুলো যে সূর য়ে মিশে  আছে তা জানতে পারলাম সমূদ্রের নীচে এসে ৷ It seemed waters were breaking and I was settling down.

এবার ওপরে ওঠার পালা ৷ চোখ বন্ধ ক’রে ভাবছি এখানে আর কখন কি আসতে পারব ! নিলাম যত সম্পদ, যত শান্তি, যত অচন্চলতা নিঃশব্দে…আমার ঘর্মাক্ত শরীরে ৷ আলতো ক’রে ভেসে উঠলাম ওপরে, এখন জলের উথালপাথাল হুমকি ব’লে মনে হ’চ্ছেনা ৷ দূরে ডাঙা দেখা যাচ্ছে ৷ 

আমি আমার মুখোশ খুলব ব’লে প্রস্তুত হ’চ্ছি ৷



Wednesday, June 27, 2012

Woodwork


woodwork

There is a table on the floor.
My table.
Eat, talk, write, read I do on it every day, more and more.

But today when i lied on it?
I saw it gathered a hole with two wings!
In a moment i was out of my door.

I fly with my table at night.
I work I sleep I wash beside it in disgust or delight
I accept things I deny. Yet only when 
I lie on it  
I fly.

The wooden piece has grown old for sure,
The legs are not so light
The base not so tight ...yet only when i lie on it it can fly

A night ago with it 
I went to the sky
I flew and went straight into my zone
Found my house standing still with others not alone
                        - Hey here was where I played and there was where I slept
                          All of my past?
                          Time in sheets had kept.
I thought from there
I don’t want but have to go
                       - Take me back, I said, to where I should go…
                         Over and above my home she rolled and swerved and swirled
                         Over and over again on all my zones she flew in space
                         From the hole the winds tried to throw me out
                         From the wings they backed me without a doubt
I sensed and smelt of the days that dropped anew
The salty waters came rushing back overdue,
laugh-dropped from the sea-sky and watched me fly.

She dropped me back onto my place,
Its a flat world around me that sings
with its hole and its wings.

Saturday, May 12, 2012

বন্ধন

বন্ধন

অনেক বছর পেরিয়ে এসে অনেক মনের সাথে মিশে
আমরা এখন মাঝ দিঘীতে মিশেই ভেসে রই
রয়েছি তবু একলা ব’সে মুখ শুকিয়ে এই বয়সে
তাই ত ভাবি এবার যদি বেড়া ভেঙে আমরা সবাই
মিলে মিশে একসাথে সব যোশেই বুড়ো হই ।

একমাসেরো বড় হলে দাদা দিদি হ’ত যারা
এখন দেখি দশবছরের বড় হলেও বন্ধু তারা
কোথায় গেছে ছোট বেলার ছোটখাট ফারাক যত
গুলি, পিট্টু, বোম্বাট সব মাঠেই আছে মনের মত
কতরকম বাঁদরামি সব করতাম আজ মনে পড়ে
দেখতে যেতাম ফুটবল ম্যাচ বাসে ঝুলে রৌদ্রে ঝড়ে
পকেট তখন গড়ের মাঠ, তাও খেলার টানেই ইডেন যাওয়া
এখন টানে বয়সের সব অসুখ অনেক মূল্যে পাওয়া
দোলের সময় রঙ ভরা সব বেলুনগুলোর ঘোরাফেরা
ঈদ বিজয়ার মিষ্টি কোলাকুলির পরেই ঘরে ফেরা

পাড়ার মোড়ে রবিদাদের আলুর চপ আর লেবু চা
রবিবারের আড্ডাগুলো মনে করেই শান্তি পা

আছিস কোথায় বন্ধুরা সব হলিই না হয় বুড়ো ছেলে
কী আসে যায় বয়স না হয় গেছে কোথায় দূরে ফেলে
এখন যদি মিলত সবাই আবার নতুন জোরে
একিই খেলা খেলতাম কি অন্যরকম ক’রে?
সবাই যদি আবার এসে আগের মতন মিলতো এসে হাঁসিখুশীর ধারে
একসাথে সব বুড়ো হবার মজা হত খেলার মত
বুক বাজিয়ে বুড়ো হতাম একসাথেতে হ’লে

জানি এমন হবার ত নয় দেওয়াল এখন বিশাল বেজায়
মনের কথা মনের কাছে লিখেই হেঁসে খেলে বেড়ায়...

Wednesday, April 25, 2012

melting

melting

Time has come now it is time,
Snows and Heat are melting in us, 
Divides of game and senseless crime,
Fly off the sight of the tired campus,
The piper plays a different tune,
Children are back to their only commune.

The baroness has left us so dignified,
From us our Father she’s not to snatch,
Maria sings tired, a hymn so tried,
To bring him back to a winsome match.
Time has come now it is time,
Years of grief and tender tears,
Seemed never to end and never to rhyme,
We sing and chant now with pride, without fears,
See the children of sixty years,
Moving everywhere from where they were.

Mountains glow and the rivers flow,
No horrid sound comes of them though,
Forests bloom and flowers talk,
Shepherds smile and boatmen row,
Roads and streets are open to show,
That Peace and Wealth are here to walk.

Farmers feast from west to east
And take the bowl from south to north
Happy are we, to say the least
With our food we knew, from back and forth.
The crescent Moon and the glowing Sun
Rise and set so happy to burn
Daughters and sons of the Father so strong
Are never to fight, for right or wrong.
The winds are fresh and the need is prime
Time has come now it is time.

Friday, April 6, 2012

Penultimate

Penultimate

No, No! Nothing is fixed or final
Yet it’s not moving at all
Rehearse the hearse,
or the womb you’d like to nurse
Reject it or welcome,
There is always one more to come.
Flowers will drop or form into fruits without a trace,
Babies will seed from the gentle Grace,
Yet monuments and buildings re-built
Without remorse, or any bit of Guilt.
Reject it or welcome,
There is always one more to come.
Powers play on the stage once more,
As Kids and Children fight to death –
All have points so proud to score,
The lands in vain go out of breath.
Reject it or welcome,
There is always one more to come.
Rats will scare the cats again,
Until the piper plays the flute,
The mourning mayor is still in pain
has left the Town, so immune and mute.
Reject it or welcome,
There is always one more to come.
Farmers decide not to plough the Land
So fighters beyond reach go begging for grain.
Women decide not to be Mothers again
Those wombs that bleed in moan and pain
Might never fight for right or greed
Become a horror, or snatched to the battlefield.
Yet there is just one more to come,
Reject it or welcome.
Beauty and bliss will never cease,
In the days to come as those bygone,
Sense will crush the films and seize,
Yet nothing sinks when the show is on.
Reject it or welcome,
There is always one more to come.
No, No! Nothing is fixed or final
Yet it’s not moving at all
Good or glad; bad or sad,
our own tribunal
Reject it or welcome,
There is always one more to come.