Friday, January 13, 2023

চুপকথা

 


আমি চুপকথা শিখছি

বেশ লাগছে

এই রূপকথার দেশে

কোন বিচার নেই বৈষম্য নেই

আছে একরাশ উষ্ণ অনুভূতি

নেই কোন রীতিনীতি

আছে সবুজ শৈশব-এর অবুঝ

সরল শিক্ষার আহুতি

আছে নিরন্তর ক্রন্দন-এর জল-এ

ধুয়ে যাওয়া কথার বিষ

এক অব্যক্ত অমৃত-এর হদিস

এ এক অনুপম নেশা

তুলতুল-এ ভালবাসার মেঘে

ভাসা, কথা হীন ভাষা-র

সাম্রাজ্যে যাওয়া আসা

No comments:

Post a Comment