আমার শব-টা যবে উঠবে চিতায়
বল হরি বোলের সহায়
আমার যত আমি-রা সব
বল দেখি থাকবে কোথায়?
যখন আমায় নিয়ে যাবে
খই ছিটিয়ে পথে পথে
কাশি মিত্র নয় সিরিডি-তে
নিমতলা বা কেওড়া তলায়
চা সিগরেট খেতে খেতে
ভাববে কখন পুড়িয়ে দেহ
ভাসিয়ে দিয়ে অস্হি ও ছাই
ফিরবে তোমরা ঘরে সবাই
যারা যারা ঘর-এ গেলে
একটু খানি সময় পেলে
ভেবে দেখ কেউ কি ফাঁকি
দিতে পারবে চিতায় ওঠায়
এও কি আবার হয় গো নাকি!
মনপ্রাণ-টা থাকত যদি
আমারই ওই অসাড় দেহে
কি ভাবতাম বল দেখি
শ্মশান যাত্রী সঙ্গী সাথী ?
মরার পরে হরি বোল
শুধুই যেন কোলাহল
গাইতাম যদি হরি বোল
জীবন থাকতে আমি
বুঝতে পারতাম হরিবোল-ই
সবার থেকে দামি।
ঈর্ষা, ঝগড়া রাগ দুঃখ
অহংকার-এর বিষে
অর্ধমৃত ছিলাম
আমি
প্রতিটি নিঃশাসে।
বেঁচে থাকো তোমরা সবাই
হরিবোল-এর বলে
বাঁচার মত করে বাঁচো
সবাই হেসে খেলে।
No comments:
Post a Comment