Sunday, September 24, 2023

আমার অনিন্দিতা।

পথ চলেছি … অনেক যুগ ধরে
অনিন্দিতার হাত ধরে
ধরনীর মাটিতে। এক প্রান্ত থেকে
অন্য প্রান্তে। তাও অচেনা পথ,
অজানা মাটি,  অপরিচিত নদী,
সমুদ্র, পর্বত।

অগনিত সভ্যতা,  তাদের অগ্নীবেগে
উন্নতি, 
তাদের জ্ঞান, তাদের ধ্বংসের
কারুকার্য 
আমায় বিস্মিত করেছে।
যত আলোর দিকে এগুতে চেয়েছি
ততই তলিয়ে গিয়েছি অতল অন্ধকারে।

আনন্দ খুঁজেছি, এক মুহুর্ত
ছিল সে অনিন্দ্য সুন্দর
অনিন্দিতা, পরমুহূর্তেই
মিলিয়েছিল সে। বোমা বারুদ
ধর্ষণের ধ্বংসস্তূপে।

ঐ একটি ক্ষণের আনন্দের জন্য
আমি অভিশপ্ত সিসিফাসের মত
অবিরত পরিশ্রম করেছি।
আজও করছি

কি অপরূপ হাঁসি, 
কি অনুপম নেশা,
সারা শরীর জুড়ে শান্তি, 
আনন্দ, দীপ্তি।

সে মাটির মত সত্য,  জোৎস্নার মত মায়াবী,  
সমুদ্রের মত গভীর, পর্বতের মত ঐশ্বর্যময়ী।
এক রমনীয় আকুলতা, আমার পৃথিবী,
আমারই অনিন্দিতা।

আমার অদ্ভুত সভ্যতার ফলে
তাকে হারিয়েছি চিরতরে।

আছি পড়ে একা সবাই
প্রাণহীন জঙ্গলে আধুনিকতার
কবলে,  হিসেবি শিক্ষার স্বার্থপর
বেড়াজালে। তবু খুঁজি তাকে প্রতি
পলে, সেই অসহ্য নিষ্ঠুরতার
শিকার, চিরসহিষ্ণু মৃত্তিকা,
সেই অবিরত হাঁটা পথ,‌
কঠোর সভ্যতার মাঝে
নমনীয় নদী, জর্জরিত নিষ্পাপ
জঙ্গল,  সেই সীমাহীন পর্বত।
সেই ফুলে ফলে ভরা
পাখির গুঞ্জনে ভোরের আকাশ 
জ্যোৎস্নাময় বাগান, নিতান্তই বেমানান।

উন্নতির উগ্রতার চিৎকার হাহাকারের
মাঝে এক কোমল চিরন্তন আলিঙ্গন,
কর্কশ কোলাহলের মরুভূমি
তার কোন এক স্থানে স্নিগ্ধ বালুচর
এক মুহুর্তের গভীর গম্ভীর
নীরবতার গর্জন সে আমার পৃথিবী,
স্বার্থপর সংকীর্ণতা বিদ্বেষের পরিবেশে
একরাশ উদারতা
আমার অনিন্দিতা। 

পৃথিবীর রথে, পৃথিবীর পথে 
এক অন্তহীন চলার অভিজ্ঞতা
সাথে আমার অনিন্দিতা।

Saturday, September 16, 2023

a thought


poets are neither

prophets nor puppets

they're poets

good or bad

glad or sad

wrong or right

they love to write 

Monday, September 11, 2023

Oh, Morocco






Oh, Morocco

The Marrakesh earthquake
in Morocco
has shaken the world.

No words to express
our grief.

Speechless, we weep
for the loss of lives,
the unfinished stories of
men, women and
children who now
rest in peace in heaven.

May God give you strength
May God give you strength.

Friday, September 1, 2023

ভোম্বল মন্ডল


আমার বন্ধু ভোলা মন্ডোল

ভালো লোক, খায় 

মাছ আর মাংসের ঝোল

শেষে তার চাই মিষ্টি আর অম্বল 

বিশাল ভুড়ি, গালে টোল

আমরা ডাকি মোটা ভোম্বল

ভীতু খুব নেই কোনো মনোবল 

কোথাও দেখলে গন্ডগোল

নিয়ে তার লোটা কম্বল

থপথপিয়ে পালায় মায়ের কোল।

Monday, August 28, 2023

no shadow


no shadow between 

impulse and action 

no education

no shadow between 

self and role

no peace on the dais

no shadow between

feeling and words

crowds at their worst



forbidden forgotten 

forsaken forgiven 

built with 

ABCs

cemented by 

Ps ans Qs 


Sunday, August 27, 2023

নো এস্কেপ


আমি কারুর ভিতরে
ঢুকতে পারি না তাই
মঞ্চের ওপর অভিনয় হয়না
চুল বিছিয়ে জুলজুল চোখেরা
যখন আমায় দেখে, তখন
আমার গলা শুকিয়ে যায়
শেখা কথা মুখে ফোটে না
পা চলেনা

শুধু উন্মুক্ত খোলা আকাশে
অনবরত অচেতন অভিনয়
করে চলি শেখানো বুলি বলি 
নিজের অজান্তে নিজের সাথে

আমি নিজের ভিতরেই
ঢুকতে পারিনি কোনোদিন
পর্দা ফাঁস হয়নি
তাই আমি
অভিনয় করি না
তবু
অভিনয় হয়ে যায়

 

Thursday, August 24, 2023

Wednesday, August 16, 2023

Isn’t this a poem


A little learning is a dangerous thing

বিদ্যা শুভকরী কিন্তু সল্পা বিদ্যা ভয়ঙ্করী

Monday, August 14, 2023

Hawaii


 













Hawaii
your resplendent island
beating in our hearts
we're praying for you
your marvelous mountains
that we explored, whispering,
roaring waves we surfed,
exquisite beaches
lip-smacking poi and laulau
dreamy life we experienced
fresh in our minds
Hawaii,
your children, men, women,
your flora and fauna, your
stars, we are praying for you

Wednesday, August 9, 2023

একই কথা

শব্দ বাক্য ভাষা

অতীতের কথা সব

তাই দিয়ে বর্তমানের

হদিশ পাওয়া 

একেবারে অসম্ভব 


এখনের রীতিনীতি 

নিঃশব্দের অনুভূতি 

তরতাজা নিয়ম

কখনও কি পারবে ধরতে

অর্ধমৃত অক্ষম কলম


লেখনীর জোরে যত 

ব্যাক্ত অভিজ্ঞতা 

ফেলে আসা শতশত

অতীতের ঝরঝরে অক্ষর

সবই যেন সীমাবদ্ধ 

কমা দাড়ির লাইন

নেই তাতে নতুনত্ব 

নেই কোনও উর্বর আইন


তাই তো থামে না যুদ্ধ

ঘৃণা বিদ্বেষ কাড়াকাড়ি 

একই কথার কড়াকড়ি

অতীতের কারাগারে আবদ্ধ