শব্দ বাক্য ভাষা
অতীতের কথা সব
তাই দিয়ে বর্তমানের
হদিশ পাওয়া
একেবারে অসম্ভব
এখনের রীতিনীতি
নিঃশব্দের অনুভূতি
তরতাজা নিয়ম
কখনও কি পারবে ধরতে
অর্ধমৃত অক্ষম কলম
লেখনীর জোরে যত
ব্যাক্ত অভিজ্ঞতা
ফেলে আসা শতশত
অতীতের ঝরঝরে অক্ষর
সবই যেন সীমাবদ্ধ
কমা দাড়ির লাইন
নেই তাতে নতুনত্ব
নেই কোনও উর্বর আইন
তাই তো থামে না যুদ্ধ
ঘৃণা বিদ্বেষ কাড়াকাড়ি
একই কথার কড়াকড়ি
অতীতের কারাগারে আবদ্ধ
No comments:
Post a Comment