আমি কারুর ভিতরে
ঢুকতে পারি না তাই
মঞ্চের ওপর অভিনয় হয়না
চুল বিছিয়ে জুলজুল চোখেরা
যখন আমায় দেখে, তখন
আমার গলা শুকিয়ে যায়
শেখা কথা মুখে ফোটে না
পা চলেনা
শুধু উন্মুক্ত খোলা আকাশে
অনবরত অচেতন অভিনয়
করে চলি শেখানো বুলি বলি
নিজের অজান্তে নিজের সাথে
আমি নিজের ভিতরেই
ঢুকতে পারিনি কোনোদিন
পর্দা ফাঁস হয়নি
তাই আমি
অভিনয় করি না
তবু
অভিনয় হয়ে যায়
No comments:
Post a Comment