Sunday, September 24, 2023

আমার অনিন্দিতা।

পথ চলেছি … অনেক যুগ ধরে
অনিন্দিতার হাত ধরে
ধরনীর মাটিতে। এক প্রান্ত থেকে
অন্য প্রান্তে। তাও অচেনা পথ,
অজানা মাটি,  অপরিচিত নদী,
সমুদ্র, পর্বত।

অগনিত সভ্যতা,  তাদের অগ্নীবেগে
উন্নতি, 
তাদের জ্ঞান, তাদের ধ্বংসের
কারুকার্য 
আমায় বিস্মিত করেছে।
যত আলোর দিকে এগুতে চেয়েছি
ততই তলিয়ে গিয়েছি অতল অন্ধকারে।

আনন্দ খুঁজেছি, এক মুহুর্ত
ছিল সে অনিন্দ্য সুন্দর
অনিন্দিতা, পরমুহূর্তেই
মিলিয়েছিল সে। বোমা বারুদ
ধর্ষণের ধ্বংসস্তূপে।

ঐ একটি ক্ষণের আনন্দের জন্য
আমি অভিশপ্ত সিসিফাসের মত
অবিরত পরিশ্রম করেছি।
আজও করছি

কি অপরূপ হাঁসি, 
কি অনুপম নেশা,
সারা শরীর জুড়ে শান্তি, 
আনন্দ, দীপ্তি।

সে মাটির মত সত্য,  জোৎস্নার মত মায়াবী,  
সমুদ্রের মত গভীর, পর্বতের মত ঐশ্বর্যময়ী।
এক রমনীয় আকুলতা, আমার পৃথিবী,
আমারই অনিন্দিতা।

আমার অদ্ভুত সভ্যতার ফলে
তাকে হারিয়েছি চিরতরে।

আছি পড়ে একা সবাই
প্রাণহীন জঙ্গলে আধুনিকতার
কবলে,  হিসেবি শিক্ষার স্বার্থপর
বেড়াজালে। তবু খুঁজি তাকে প্রতি
পলে, সেই অসহ্য নিষ্ঠুরতার
শিকার, চিরসহিষ্ণু মৃত্তিকা,
সেই অবিরত হাঁটা পথ,‌
কঠোর সভ্যতার মাঝে
নমনীয় নদী, জর্জরিত নিষ্পাপ
জঙ্গল,  সেই সীমাহীন পর্বত।
সেই ফুলে ফলে ভরা
পাখির গুঞ্জনে ভোরের আকাশ 
জ্যোৎস্নাময় বাগান, নিতান্তই বেমানান।

উন্নতির উগ্রতার চিৎকার হাহাকারের
মাঝে এক কোমল চিরন্তন আলিঙ্গন,
কর্কশ কোলাহলের মরুভূমি
তার কোন এক স্থানে স্নিগ্ধ বালুচর
এক মুহুর্তের গভীর গম্ভীর
নীরবতার গর্জন সে আমার পৃথিবী,
স্বার্থপর সংকীর্ণতা বিদ্বেষের পরিবেশে
একরাশ উদারতা
আমার অনিন্দিতা। 

পৃথিবীর রথে, পৃথিবীর পথে 
এক অন্তহীন চলার অভিজ্ঞতা
সাথে আমার অনিন্দিতা।

No comments:

Post a Comment