Friday, June 14, 2019

শর্ত

শর্ত

চিরসবুজ পৃথিবীর বুকে
বৃদ্ধ মন বিদ্ধস্ত,
শর্তের গর্তে ঢুকে
কলহে জর্জরিত।

ভালো লাগা, না লাগার মাঝে
ভালবাসা কাঁদে
ক্ষতবিক্ষত অসুখে।

অবিশ্বাসে ভরা ফ্যাকাশে মনেদের
গা ঘেসে ভেসে ওঠে
ঊষা, গোধূলির উষ্ণ আলিঙ্গন
সৃষ্টি ছাড়া নেই কোন উদ্দেশ্য,
নেই কোন কারণ,
কত ফল, কত ফুল ফোটে
আত্মহারা সুখে।

নিঃস্বার্থ, শর্তহীন ভাবে
তারা মাটির আকাশে
ভাসে, হাসে, জ্বলে
নিষ্পাপ, চিরন্তন পৃথ্বীর কোলে। 

Thursday, June 13, 2019

Without you

Of what use is the world
That doesn't speak of your words
Of what use is the craft
That doesn't express your art.

Every letter that reaches your address
Every emotion you lovingly caress
Every little step in your presence
Makes to me, so much of sense. 

On your path I can see the ground
In your ways I am light and sound
I feel complete, with you beside me
I can fly in the sky, I can float on the sea. 

In my ecstasy in my blues
I realized what was true
I am nothing without you
I have nothing without you. 

Wednesday, June 12, 2019

Warning


The world and its
Cousin, not yet dead.
It's global warming!
Not housewarming.
The party's still not
over I'm afraid.

Sunday, June 9, 2019

I am a refugee

I am a refugee
Aren't you also one?
This world, not for me?
Where'd I rather be gone!

I am a refugee.
A nomad.
In no man's land.
I'm perpetually on the run.
My space is lost.
Yours is won.

I'm in exile.
On the lookout
For a ground and a sky,
A cradle I can rely on.
If the world is my graveyard
I wonder where my kingdom lies
And where I belong!

Intelligent, kind leaders
Find us the answer
Where did we come from?
Give us a place
In your global village
Where we could live in solace,
Where we could sing a lullaby
To our babies
Before going to sleep.

Give us a corner
A piece of garden
Laden with trees
Give us a border
A pasture where
We could be at ease;
Play, dance, drink and eat
We could rest in peace.

Dear thinkers
Nothing is permanent
Under the blue firmament
Upon the azure sea
We're all moving travelers,
Nomads, visitors here,
We're all refugees.

Friday, June 7, 2019

আহা বেশ বেশ

আহা বেশ বেশ

বোমা যদি বৌমা হয়
বৌমা টি বোমা
বোমা তবে খেতে দিলে
বারুদেরি বৌমা।

বোমার তেজে হাটে হাঁড়ি
ভাঙে যে সম্মান
বৌমা যখন ফাটে মাঠে
কেঁপে ওঠে প্রাণ।

শব্দ দুটির মধ্যে ফারাক
আছে নাকি বেশ
দুজনেরই দাপটেতে
ঠান্ডা সারা দেশ।

Thursday, June 6, 2019

চন্দ্রবিন্দু বিভ্রাট

আরে আস্তে বল রে
চিল্লাস না অমন করে
তোর চন্দ্রবিন্দু গুলি
কোনটা যে কার ঘাড়ে
এসে পড়ে ভীষণ জোরে
তুই শুনেও শুনিস নারে?

তুই কানের মাথা খাস
এমনি বোকা গাধা!
সাত পাকে বাঁধা কিনা
পড়ে সাত পাঁকে বাধা! 

আরেকটু



ছোটবেলায় মা যাই
দিত পাতে,
বলতাম, 'আরেকটু',
আলতো হেসে,
কখনো মৃদু রেগে
মা দিত আমায় সব
আরেকটু ভালবেসে।

যখন খুব ছোট,
বাবা কোল থেকে নামিয়ে দিলেই
দুহাত বাড়িয়ে দিয়ে
বলতাম 'আরেকটু'
বাবা আমায় তখন
আবার কোলে তুলে,
পৌঁছে দিত স্কুলে।

পেতাম যা চাইতাম আরেকটু,
আরেকটু খাবার, আরেকটু আদর
'আরেকটু থাক না', বলতাম পিসি
মামমাম, কাকি, মামির চটি
লুকিয়ে রেখে।
এইভাবে বড় হওয়া হলো
সকলের মাঝে, সময়ের সাথে।

ধীরে ধীরে, একটু একটু করে
বাবা, মা আর যত বড়রা ছিল
চলে গেল সব একে একে
কালের হাত ধরে,
'আরেকটু থাক', বলেছি কত
ডুকরে উঠে কেঁদে।

কোলাহলের মাঝে
স্মৃতিরা যখন আসে
আজ, আমারই আসেপাশে
আমি তাদের সাথী হয়ে
থেকে যেতে বলি,
আরেকটু আমার সাথে।

এখন যখন খেতে বসি একা?
তাকাই এদিক, ওদিক?
মায়ের গন্ধে ম ম করে যখন
ঘরের চারিদিক!
তখন নিজেকেই বলি 'আরেকটু',
মুচকি হেসে ঠিক!

Wednesday, June 5, 2019

Simple style

Simple style

Yes I have learned
Some lessons,
But I've completely
Erased my past.

Good riddance
Thank goodness
What a pleasant
Gift this present
Is! I can move on
Now at ease,
Light and fast.

What seemed impossible
Just a while ago
With a simple smile
I found my long lost style;
Walking past my ego,
A diffident debutant,
Or a seasoned CEO
I let the intruder, the horrible
Imposter go.

Dream



If it's your dream
Go live it!
Don't leave it dead
Half on the bed
Half in your head;
Let it come out
On the stage,
Off your own
Nay saying cage
Let it be up and about. 

Wednesday, May 29, 2019

Bound to bloom

Bound to bloom

My poems
My lines
Poppies
Daisies
Who picks
Who pecks
Who cares
I have love
I am love
I bloom

Sun shines
Moon lights
Stars blink
Water flows
Wind blows
Garden glows
I come
I go

Who woos
Who shoos away
I smile always
In time
In space