A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
Saturday, April 13, 2019
Friday, April 5, 2019
ওঁমের প্রেমে মজেছে যে মন
ওঁমের প্রেমে মজেছে যে মন
সেই ভালবাসায় আছি ভেসে
দুঃখ পালায় এক নিমেষে
মগন হয়ে রই হে সারাক্ষণ
ওঁমের প্রেমে মজেছে যে মন।
ওঁমের ছলেই ও মা বলি
খেপার মত খুঁজে মরি
বন বাদাড় আর অলি গলি
খেলেন ত মা লুকোচুরি
ক্ষনিক ধরা দিলেই
ভেজে রে দু নয়ন
ওঁমের প্রেমে মজেছে যে মন।
কখনো ওঁ মেয়ে হয়ে
জড়িয়ে ধরে নেচে গেয়ে
আমি দুলি তারই সুরে তালে
ওঁমে চড়ে ঘুরে আসি
সকল তীর্থ কাশি বৃন্দাবন
ওঁমের প্রেমে মজেছে যে মন।
একবার আঁধার দেখি
তার এলো চুলে
আবার এক পলকেই পর্দা তুলে
দেন যে তিনি চোখটি খুলে
অবাক পানে দেখি চেয়ে
দুহাত তুলে বিভোর হয়ে
ও মা সে কি আলোর নাচন
ওঁমের প্রেমে মজেছে যে মন।
Wednesday, March 27, 2019
Original eyes
An original pair.
Born.
Free to see. Witness.
But at every step.
Doomed in a cage.
A pack of damned perception.
Trained the balls
To be trapped in the false
Image of the past.
Nothing to discard.
Nothing to cast.
Patterns of beliefs
Blindly return,
Recycle in years.
Horizons and stars
Beasts and bees
In mountains and seas.
Friday, March 22, 2019
But the doorbell
But however much I sing,
'I'm alone
I feel forlorn'
My doorbell doesn't ring.
But when I see else's grief
My mind rings a bell again
I throw up my Sorrow in relief
So long, I say to my fake pain.
But for very long
Innate nature can't be unhappy
The doorbell tune now, as company
With the desolate loners, I sing along.
Tuesday, January 29, 2019
আব্বুলিস
তখন রবিবারে সকাল নটার সময়
সাইরেন বাজত,
তার আগেই পড়াশোনা
শেষ করে ফেলতাম,
বাবার সেই কাঠের মোটা লাল
পেন্সিলের দাগ মনের খাতায়
আজও অক্ষত আছে।
রবিবারে শুধু নটা পর্যন্ত পড়া,
তারপর ছুটি,
খেলা নয়তো কলকাতা ক শোনা।
পকেট ভর্তি গুলি নিয়ে
ছুটতাম গাইপার খেলতে,
শিশুমহলের সুর ভেসে আসতো,
ইন্দিরা দি বলতো,
"কী, ছোট্ট সোনা বন্ধুরা ভাই,
ভাল আছ তো?"
তারস্বরে উত্তর আসতো,
"হ্যাঁ"...
কখনও আবার কণিকা, সুবিনয় রায়,
বা অশোক তরুর "সঙ্গীত শিক্ষার আসর"
এর গান ভেসে আসতো!
দুপুর বেলা গমগম করতো
আমীন সায়ানি আর শ্রাবন্তীর গলায়;
"Bournvita Quiz Contest",
আর "Horlicks গানের আসর",
আমি বাইরে হয় গুলি, নয় পিটটু
কিম্বা ক্রিকেট খেলতাম,
আমাদের পুর পাড়াটাই
যেন একটা বড় বাড়ি ছিল,
মাংসের গন্ধে ম ম করতো
সারা পাড়া রবিবারের দুপুর
চোর চোর, লুকোচুরি, আইস বাইস খেলেছি প্রচুর,
বিপদে পড়লেই বলতাম "আব্বুলিস"!
মনে আছে অ্যাম্বুলেন্স বলতে পারতাম না,
তাকেও বলতাম অব্বুলিস।
''এই আব্বুলিস যাচ্ছে, এখন আব্বুলিস!''
আব্বুলিস মানে কি একটা চলন্ত খেলাকে
ক্ষণিকের জন্যে থামিয়ে দেওয়া,
নাকি নিজেকে আববুলিস বলে
খেলা থেকে খানিকক্ষণ বিশ্রাম নেওয়া,
নাকি চিরতরের জন্য বিদায় নেওয়া!
আজ আব্বুলিসে শুয়ে
পাড়া দিয়ে যেতে যেতে এই
কথাই ভাবছিলাম বড় হয়ে যাওয়া
আমি।
তখন সকাল নটা হবে, আমার ভিতরে
বাজছিল সাইরেন, বাইরে আব্বুলিস।
Sunday, January 13, 2019
Good morning
'Good morning sir
Your face looks so familiar.'
The man smiles.
'Ah! You belong to my WhatsApp group
I must have seen you there.'
'No'
'Then you must be with me
on LinkedIn, FB, or on Twitter'
'No, not either.'
'I don't know where
Am I missing something
Here? For I must've seen you somewhere?'
'Yes you have. Good morning!
I'm your neighbour.'
Wednesday, January 9, 2019
Your farewell, such a welfare
Liver, kidneys, pancreas
Arteries, veins
Every drop of blood
And the heart
Organs of all beings
Sing the same, at ease
If they don't, it's disease.
With all our organs
Working in unison
We hum of differences
We fight for might
Words indisposed, don't coalesce
Wonderful world, under the weather
Wailing ceaselessly for peace.
With our injurious Intelligence
We bombard the stage
Arms kill, they don't stretch
Yet the earth
With utmost love and care
Beyond compare
Nurtures, nourishes
Every little nests.
With the rising of the stars
O Light, heal the Intellect
Let idiosyncrasies
Turn into acceptance.
Wars!
Harbinger of horror, terror, fear
Your farewell's such a welfare.
We're deep down
Drowned in the well,
Unable to waft in the wealth
Of the ocean of peace,
With your expensive expertise
You bring death and despair
Your farewell's such a welfare.
Wars!
A horrid affair
Your farewell's such a welfare.
Let the walls so false
Like those winsome waterfalls
Fall, melt and disappear
Let all sentient beings
Of the world be happier.
Saturday, January 5, 2019
Groom-hunting
He's a good guy
Wealthy, learned, hi fi
If it clicks
It's fantastic
I give you a high five
If it doesn't
You'd rather have a reason?
Dad to daughter
He's a good guy
Wealthy, learned, hi fi
If it clicks
It's fantastic
(whispers)
But dude, if it doesn't
There are these guys
By the dozen!
