ছোটবেলায় মা যাই
দিত পাতে,
বলতাম, 'আরেকটু',
আলতো হেসে,
কখনো মৃদু রেগে
মা দিত আমায় সব
আরেকটু ভালবেসে।
যখন খুব ছোট,
বাবা কোল থেকে নামিয়ে দিলেই
দুহাত বাড়িয়ে দিয়ে
বলতাম 'আরেকটু'
বাবা আমায় তখন
আবার কোলে তুলে,
পৌঁছে দিত স্কুলে।
পেতাম যা চাইতাম আরেকটু,
আরেকটু খাবার, আরেকটু আদর
'আরেকটু থাক না', বলতাম পিসি
মামমাম, কাকি, মামির চটি
লুকিয়ে রেখে।
এইভাবে বড় হওয়া হলো
সকলের মাঝে, সময়ের সাথে।
ধীরে ধীরে, একটু একটু করে
বাবা, মা আর যত বড়রা ছিল
চলে গেল সব একে একে
কালের হাত ধরে,
'আরেকটু থাক', বলেছি কত
ডুকরে উঠে কেঁদে।
কোলাহলের মাঝে
স্মৃতিরা যখন আসে
আজ, আমারই আসেপাশে
আমি তাদের সাথী হয়ে
থেকে যেতে বলি,
আরেকটু আমার সাথে।
এখন যখন খেতে বসি একা?
তাকাই এদিক, ওদিক?
মায়ের গন্ধে ম ম করে যখন
ঘরের চারিদিক!
তখন নিজেকেই বলি 'আরেকটু',
মুচকি হেসে ঠিক!
No comments:
Post a Comment