বিরোধী আর দরদীর দ্বন্দ্ব 
না পায় তালমিল, না পায় সুর ছন্দ 
দ্বেষের মঞ্চে এই পালা চলে নিত্য 
তবু সব্বাই কেঁদে খুঁজে ফিরি আনন্দ 
একটু বাইরে সরে ভিতরে যদি তাকাই 
জলের মতো স্বচ্ছ সরল হয় চারিপাশ 
আকাশে বাতাসে আনন্দই শুধু পাই  
বেঁচে থাকি সুখে, মিলেমিশে করি বাস
 
No comments:
Post a Comment