দিদি আর মোদী
মিলেমিশে যদি
কাজ করতো তবে
ভারতের এই ভবে
আসতো জাগরণ আর শান্তি।
হতো যথার্থ উন্নতি
বুদ্ধদেব, রাহুল গান্ধী
যদি মেলাতো হাত
হাসতো পর্বত অরণ্য নদী
ভারত করতো বাজিমাত
ধন্য হতো রাজনীতি।
টনটনে টাকাকড়ি
নষ্ট হচ্ছে রোজ
মারামারি কামড়াকামড়ি
করে, অর্থ হচ্ছে নিখোঁজ।
গণতন্ত্রের
নেতারা
সবাই ভালোই করতে চায়
কাদা ছুড়তেই ব্যস্ত তারা
আমি আমি করে হয় দিন সারা
তাই পায় না খুঁজে উপায়।
তাই পায় না খুঁজে উপায়।
কিন্তু তবু যদি বলি
উপায় সহজ সরল আছে
থামাও ঝগড়াঝাটির বুলি
এসে এক ওপরের কাছে।
ভারতবাসী দিকে দিকে
গণতন্ত্রের নামে
নেতাদের মিলিয়ে দিতে
পারেনা কি দেশে গ্রামে?
এই মহামিলনের
ফলে
আসবে শান্তি শক্তি অর্থ
দেশ সত্যি উঠবে ভরে ফলে ফুলে
স্বস্তি পাবো সবাই,
মলিন
অতীত ভুলে
সার্ঙ্গ হবে ধরায় অনর্থ!
সার্ঙ্গ হবে ধরায় অনর্থ!
No comments:
Post a Comment