Wednesday, August 31, 2016

হাতে আমার এখন হাত তোমার


হাতে আমার এখন হাত তোমার
আমি চলেছি সেই ছোটবেলার পথ ধরে
যখন ভেবেছি এই তোমার সাথে
চলার কথা, আমার কৈশোরে
বাসের জানলার বাইরে মুখ রেখে
কতদিন কতরাত কতোশতোবার
হাতে আমার এখন হাত তোমার

দিঘা পুরি দার্জিলিঙে
কত পাহাড়ে পর্বতে
জঙ্গলে সমুদ্দুরে
ছিলাম পরিবারের সাথে
কিন্তু মন ভেবেছে তোমারি কথা
এখানে সেখানে কতখানে
কল্পনা করেছে তোমার
লেখা আছে আমার গল্পকথা
ট্রেনে বাসে ট্রামে
মন খুঁজেছে তোমায়
কতোশতোবার
হাতে আমার এখন হাত তোমার

মন বলোনা কেন এমন হয়
একই শুধু আমারি সংশয়
ভালোবাসার আশার সেই অপূর্ব সময়
আজ এসেছে এইখানে আমার
হাতে আমার এখন হাত তোমার

No comments:

Post a Comment