Sunday, August 28, 2016

অভ্যেস


সোম থেকে রবি
দিনযন্ত্র বয়ে যায়
আমি বসে লিখি গান, আঁকি ছবি
জীবন পাতায়
এ গানে আছে বেদনামধুর রেশ
ছবির তুলির টানে সাদাকালো রঙ্গীন অভ্যেস
তুলি চলে এঁকে, কলম যায় লিখে
পাতায় পাতায় ঝড়বৃষ্টির সুখে আর দুঃখে

সোম থেকে রবি আসা যাওয়া করে
প্রকৃতির পথের ছায়ায় রোদ্দুরে
সাত দিন সাথে অন্ধের মতো চলে
গতিবিধি এই শিকলের কবলে

আমি ছিঁড়ে যায় পুতুলচলার বাহুবল থেকে
পাতা চলে উড়ে সাতসমুদ্রকে পিছনে রেখে
সজাগ সাতরং, সাতসুরে মিশে
একাকার হয়ে ঘরে জীবনেরই উদ্দেশে
আমি গাই গান, আঁকি ছবি চিরচঞ্চল বারোমাস
ছেড়ে সাতদিনের হিসেবে-যন্ত্রণার শেখানো অভ্যাস 

No comments:

Post a Comment