সে এক পাগল
তার কথা এলোমেলো
তার মাথায় গন্ডগোল
তার বয়স পঁয়ত্রিশ ছুঁইছুঁই
ঝোলা ব্যাগে ভরা খাতাবই
গাছের তলায় বসে বসে
গোনে শুধু কটা পাতা খসে
মাঝে মাঝে খাতা বই বার করে
গুনগুন করে লেখে আর পড়ে
মুখে তার একরাশ দাড়ি
নেই কোনো ঠিকানা, ঘরবাড়ি
শুনেছি তার ছিল বিশাল পরিবার
করতো তারা গরিবের উদ্ধার
পাগল তাই আজ কাছে দূরে
রাত্রিবেলায় ফুটপাতে ঘোরে
যদি দেখে ভিখারি শুয়ে আছে
খাবার কাপড় রেখে আসে তার পাশে
চলে যায় ভোরে তার গাছের নিচে
সকাল বেলা ওঠে ঘুমের থেকে
এলোমেলো কথার কিচিমিচে
দেখে তার পাগল সাথিগুলি
গাছের ডালে গাইছে খালি খালি
No comments:
Post a Comment