অনেক দেখলাম, শুনলাম, বুঝলাম।
আর দেখে, শুনে, বুঝে কাজ নেই।
এবার ধ্বংসস্তূপের বিছানায়,
অবিশ্বাসের বালিশে মাথা রেখে,
অবক্ষয়ের চাদর ঢেকে শোবো।
সেই আগের মত নরম চাঁদের আলো
এসে পড়বে আমার সমস্ত ক্ষতবিক্ষত,
জর্জরিত শরীরে।
রেহাই পাব জাগরণের বিভীষিকা
থেকে, অব্যাহতি পাব ক্ষনিকের
জন্য মেকাপে ঢাকা মেকি
মানবিকতার থেকে।
জোৎস্নার উষ্ণ আলিঙ্গনে
আমি স্বপ্ন দেখবো
এক মুখরিত সুর্যোদয়ের।
অবিশ্বাস আর অবক্ষয়ের আলিঙ্গন থেকে মুখরিত সূর্যোদয়ের স্বপ্ন দেখা সোজা নয়, খুব সাহসের কাজ। অভিনন্দন।
ReplyDeleteদুঃসাহসিক প্রচেষ্টা, শুধু চ্ন্দ্রসূর্য ভরসা।
Delete