Wednesday, June 17, 2020

বিষের ওপর বিষ



বিষের ওপর বিষ, নিয়ে এল বিশ্বে
এই বিশ-বিশ, একদিকে 
মহামারীর হুঙ্কার, এল না করোনার
আজও কোনও চিকিৎসার হদিস, 
যুদ্ধের সর্বনাশা চীৎকার অন্যদিকে
ছড়াচ্ছে হতাশার হাহাকার। 

খেটে খাওয়া মজদুর হেঁটে ফিরছে 
দেখ বহুদূর, তাদের ফেলে আসা ঘরে, 
পেটের খিদে মেটানোর আশা, 
চোখের কোল বেয়ে কান্না হয়ে ঝরে। 

কবে হবে এ অবসাদের অবসান
প্রশ্ন করি তোমায়, হে ভগবান। 
এ যে আমাদেরই কর্মফল আর 
কিছুই নয়, এ গরল, এ বিষ 
ধ্বংস করার শক্তি দাও শুধু
আর একটিবার, হে আললাহ, 
হে যিশু, হে নীলকন্ঠ, হে নিরাকার। 

No comments:

Post a Comment