Sunday, February 4, 2018

কাজের কথা


ইতিহাসে বাঁধাকথা আর কাজ
চিরাচরিত দ্বন্দ্বে আছে  আবদ্ধ সমাজ
সত্যি কথা বলোতাই যতই কথায় বলি
কাজের বেলায় শুনি আমরা  মুখে মিথ্যে বুলি

সৎপথে চলো থাকে কথার কাগজে
কাজের বেলায় অসৎ পথই আসে যে সহযে
যুদ্ধ থামাওশান্তি আনোসারা বিশ্ব বলে
অস্ত্র শস্ত্র কেনাবেচা চুপিচুপি চলে
আয় ফাঁকি দিওনাশুধু নিয়ম কথা বলে
কারচুপি করছে আইনআড়ালে আবডালে
এর ফলে অবিশ্বাস আর হিংসাজালের ফাঁদে
আমাদেরই প্রাণপাখি দুঃখ্যে-কষ্টে  কাঁদে

ভাল শিক্ষা পেয়েও আমরা যুগযুগ ধরে
নিঃশব্দে কথার খেলাপ করছি একই ভাবে
আজকের শিশুরাও তাই একই পড়া পড়ে
পড়বে তারা আটকা বূঝি একই জালের প্রভাবে
কথা-কাজের যুদ্ধ থেকে বিশ্ব মুক্তি চায়
শিক্ষা যদি এই দুজনের ভাব করিয়ে দেয়
শান্তি আসে মুক্তি আসে স্বস্তি  সম্মান
কথা-কাজের মিলনপথের করলে সন্ধান

Selected for the Amaravati Poetic Prism 2017

No comments:

Post a Comment