Friday, June 30, 2017

ওহে বনলতা

Google images
  
















ওহে বনলতা
তোমাকে স্বাগত জানায় দেখ
তোমারি কলকাতা
ছোট্ট শিশুটি ফুটফুটে শ্বাস
নিয়েছিল যে মাটির বুকে
রূদ্ধ রা সংসারের গ্রাস
চাপা ছিল এতদিন অন্ধকারে, 
নিদারুণ দুঃখে
তোমার শহর থেকে কাল হরণ করেছিল তোমায়
তার ক্ষুদ্র হিংসুটে প্রয়োজনে
আজ তোমারি জন্যে
সেই মহাকাল, হার মেনে
ফিরিয়ে
দিচ্ছে দেখ
তোমারি আদরের আলয়ে
সমুদ্রের ঢেউয়ের মত পূর্ণ সচেতনে
তোমার অতি পরিচিত মহানগরের আলোয়

প্রাণ খোলা আকাশে, বাতাসে বিশ্বাস নিয়ে
তাই উন্মুক্ত কর নতুন সবুজ পাতা
লেখ এবার তোমার নবজন্মের কবিতা
ওহে মহিয়সী, ওহে বিদূষী, ওহে মেয়ে
ওহে কালজয়ী নাটরের আহ্লাদি বনলতা
তোমাকে স্বাগত জানায় দেখ
তোমারি সতেজ, প্রাণবন্ত কলকাতা

অনেক বছর পর, একটি আদূরেআহ্লাদি মেয়ে তার বহু পূরাতন শহরে ফিরছে তার এই ফেরার আনন্দে কবিতাটি লেখা

No comments:

Post a Comment