Sunday, April 16, 2017

লেখক

লেখক

নতুনের মাঝে আমি এক অতি পূরাতন লেখক
সারাদিন পাতার সাথেই করি বকবক
বিড়ি সিগারেট ছাইপাস খাই
রি খকখক
যেদিকেই তাকাই
চারিপাসে শুধু বই খাতার ঝাউবন
আমার বাড়িতে না বাজে কলিং বেল
না মোবইলের টুংটাং রিংটোন
সকাল বিকেল
সমূদ্রে, পাহাড়ে ড়ে থাকে মন
নিজের খুশীতে লিখি
মাঝে মাঝে বুঝি, দেখি
চোখ করে ছলছল বা চকচক

কখন কুকুর, বেড়াল, কাক, শালিক, চড়ুই পাখী
এদের মুড়ি তরকারি দিয়ে ডাকি
আমি পড়ি
তবু এরাই আমার পাঠক
ঘাড়, গলা, লেজ নাড়িয়ে ওরা শোনে
একসাথে সে, একমনে
খোলা জালনা, উঠোন, দরজা দিয়ে করে আসা যাওয়া
সূ্র্য্য, চন্দ্র, তারা, অফুরন্ত হাওয়া
এখনের সাথে আমি, এক অতিতের লেখক



No comments:

Post a Comment