বর্তমান সত্যস্থান
আছে চলাচল আছে প্রাণ
ভূত ভবিষ্যৎ
মিথ্যা, অষাড়, ভীত, অসৎ
যা দিয়ে জীবন কথা বলে
স্রোতের মত
সহজে ব’য়ে চলে
আছে তা এখনেরি কবলে
বাকি সব শবের মত ঢাকা
অবিকল হ’লেও অচল হ’য়ে থাকা
কলরব হয় নীরব কঠিন আর ফাঁকা
চরাচর থাকে মলীন, ধূসর
যদি না তার
সতসহস্র শিরার ভিতর
চলে রক্ত, মুক্ত, নির্ভীক বলীয়ান
রিনরিন, ঝনঝন, ক্ষনে ক্ষন
বর্তমান
No comments:
Post a Comment