ঘন নীল রাতের আকাশ
তাতে স্পষ্ট ফুটফুটে রূপালি চাঁদ
সোনালি সূর্যের আলো
ঠিকরে পরছে জলে
চারিদিক ঝলমল করছে
এসব ডেস্কটপে দেখে অদ্ভুত লাগে
বাইরের জগতটা ধূসর মলীন হ’য়ে গেছে
নীচে ধূলো, বালি, গর্ত
ওপরে তাকাও ত তার আর আকাশ বন্ধ করা অট্টালিকা
আমরা এসব সহ্য, অগ্রাহ্য করতে শিখেছি যুগযুগ ধ’রে
ঠিক খাবার দোকানের সামনে
ফ্যালফ্যাল ক’রে তাকিয়ে থাকা
খুদে চোখ আর হাতগুলির মত
তাই বোধহয় আমরা কেউ কেউ ডেস্কটপে
দিনরাত মুখ গুঁজে ব’সে থাকি
সেখানে এখনও রাখাল দেখা যায়
গরুরা সব বড় বড় সবুজ ঘাস খাচ্ছে
দূষনহীন জল, বাতাসের আভাস
আমাদের সুন্দর মনের দরজায়
টোকা মেরে বলে সুমধুর
Cher ami, je suis là
depuis toujours
O my
perennial painter poet
I flow, I am not still, yet
In one undisturbed corner
of your heart
I still dance, mon ami
আমি আছি, আজও আছি আমি
ঠিক আগের মত
No comments:
Post a Comment