Thursday, April 29, 2021

The real skill


If you're angry

you might be hungry

go eat something good, 

you could heal with food. 


It's a germ you need to

kill, it causes mayhem

inside your body, your system

fails, you lose the game. 


Food, prayers, reading, writing, 

playing are mighty friends that will

help you rise; smiling, you could 

regain peace, with skill. 

Wednesday, April 28, 2021

word to word

untouchables,
bloody fights between
faiths of the same, different
religions are single stories that
do not define them…

… I imagine

Jesus, Krishna, Mohammad, Buddha
sitting under a tree and talking

how are they talking…

can I, you, you, and you talk like them

I can see flowers, fruits
blooming in their words…

but our words,
stoning each other,
bombing the universe

way to go

if you loved the ripples,
emotions thrashing
at the beach of life,
accepted them in their
entirety,

if you loved the sand,
the sun, and the salt;

the whole that came
along,
then,
with each
making and
breaking of
the streams,
you could
see a sea change
in the way you’d behold
the world
, and that'd set you
free,

even if it were for a moment,

waves rocking as clouds,

like the Stone of Sisyphus,
an exhilarating experience,
a blissful boon, not
a perpetual curse.  

Tuesday, April 27, 2021

প্রেমে হাবুডুবু

তুই কি করছিস? 

কিছু না, কিস্যু ভালো

লাগছে না, আর তুই? 

তোকে মিস করছি।

I am furious 😡

I am furious! 

But relax, for

it doesn't matter, 

take care. 

😃 

Sunday, April 25, 2021

the truth

truth, the light
rest becloud the sight


ভালবাসার ভাষা

 

ভালবাসার ভাষায় ভাসে
সমস্ত চোদ্দো লোক,
সাতটি উর্ধ্বে, সাতটি অধে
একই আলোর জোরে
চলে মহাকালের স্রোতে;


এ এক অন্য অনুভূতি
এক ভিন্ন অভিব্যক্তি,
সুবিশাল সমুদ্র সে যে,

... 


, , , খ দিয়ে সেজে
যখন তাকে ধরতে যাই
হাবুডুবুই খাই, বুঝি
অধরার কুল কিনারা নাই।  

 

তোমার ভালবাসা


সুধীর বাবুর বেজায় যে রাগ
গরমকালের চোটে, টাকাকড়ি
সব খুইয়ে বেকার হলেন
বটে।

এসি কিনবে? খেমতা
কোথায় কি যে বলেন মশাই
পাউডার যদি মিলতো ছোট
বর্তে যেতাম ভাই।

হঠাৎ সেদিন সকালবেলা
কুরিয়ার এল ঘরে, একমাত্র
মেয়েটি যে তার চিন্তা করেই
মরে।

কিন্তু বাস্ক খানা খুলে সুধীর
বড্ড গেলেন খেপে, গাছেতে জল
দেবার জন্য এল বিশাল পিপে।
বলেন তিনি চড়া গলায়, চাইনা
এসব জিনিস, 'ওকে, ওটা ফেরৎ
যাবে' বলেই কথা ফিনিশ।

আর কতকাল বাঁচতে হবে
ভাবেন ব'সে সুধীর, মরতে যাবার
জন্য সে তো এক্কেবারে অধীর।
তিরিশ বছর চাকরি করেও
পকেট গড়ের মাঠ, একটি মাত্র
কন্যা যে তার দেখতে শুনতে স্মার্ট,
স্বভাব খানা নরম বড্ড বুদ্ধি
আছে মাথায়, এটা ভেবেই বাঁচছে
বাবা ছোট্ট একটি বাসায়।

রান্নাবান্না করে সুধীর 
খেলনাবাটি দিয়ে, একা একা বছর
ঘোরে মন্দ মন্দ পায়ে। হে ভগবান
সব হারিয়ে তোমার কাছে আসা,
পূর্ণ আমায় করলে দিয়ে তোমার
ভালবাসা

আমায় তুমি এমন
ভাবেই তোমার পাশে রেখো,
করুণারই দৃষ্টি দিয়ে মেয়েকে
আমার দেখো।

Friday, April 23, 2021

বাঁচবে সর্বজন

উঠেছে করোনার দ্বিতীয়
ঢেউ, রূপকথার রাক্ষস
যেন, চুপিসারে বেরিয়ে এসে
করছে হাউ, মাউ, খাউ।

উদভ্রান্ত মানুষ, সমগ্র বিশ্ব
জুড়ে করছে হাহাকার, কেউ
মরছে ভাইরাসের কোপে, কেউ
মরছে ভয়ে, কেউ ভয়ে মরছে,
এই বুঝি ক্ষুদ্র নরখাদকের দল
ক'রে দেহে অনধিকার প্রবেশ
করে বুঝি সবাইকে শেষ।

অগনিত মূল্যবান জীবন
হারাচ্ছে প্রাণ, বিজ্ঞানী,
ডাক্তার, সেবক, সেবিকার
অক্লান্ত পরিশ্রম, নির্ভীক
রাজপুত্রে-কন্যাদের মত,
দেখাচ্ছে আশার আলো,
এই শিখার জ্যোতি বিফলে
যাবে না কখনো, পরাজিত
করবে তারা রূপকথার রাক্ষসদের।
নির্মূল হবে বাক্সে বন্ধ করোনার
প্রাণভ্রমর, স্তব্ধ হবে করণের আক্রমণ,
সেবার হবে জয়, বাঁচবে সর্বজন।

#covid19

some small poems

times have passed
so have the sins,
in the space that lasts
we can create love within

....

before you die
never hesitate to try,
all steps faltered
can be altered,
all wrongs righted,
all mistakes corrected,

as long as you're breathing
as long as you're living
never stop trying

...

I don't win if you lose
my profit isn't in your loss
strides for peace if you choose
to live by these thoughts 

...