Friday, July 23, 2021

অরূপ দর্শন

 








তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

আলোর মাঝে তোমায় দেখি
কখনও পিতা, সখা তুমি
নানান সাজে নানান বেশে
নাও যে ডেকে ভালবেসে
কোলেতে তোমার। 

তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

আমার আঁধার করা দুঃখ যত
দংশে বিষধর-এর মত
সারিয়ে তোলো অবিরত
আমার ওপর ঝরলো
তোমার করুনা অপার। 

তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

মনের যত বিকারগুলো
বিচার হয়ে জালাচ্ছিল
যাদু-র ছোঁয়ায় নিবে গিয়ে
এক নিমেষে উধাও হলো
এ কি অসীম চমৎকার। 

তোমার অমন রূপের ছটাক
দেখে মজল মন আমার
ও মা, মজল মন আমার। 

Friday, July 16, 2021

উষ্ণ আলিঙ্গন


রাত-ভোর খালি শুধু

হাবিজাবি কথা, 

ফরোয়ার্ড করে যাওয়া

হিজিবিজি লেখা। 


বাড়িতেই সেজেগুজে

রয়েছে সমাজ, 

টিভি আর মোবাইলে

পড়াশোনা, কাজ। 


তাসের দেশের মত

যত নীতি, আইন

আদান-প্রদান শত

চলে অনলাইন। 


খোলা আকাশের নিচে

ফের কবে যাব

ঝালমুড়ি, ভেলপুরি

রাস্তায় খাব। 


নির্ভয় হয়ে কবে

মেলাব যে হাত

আনন্দে উৎসবে

ভাবি দিনরাত। 


মুখ থেকে মাস্ক খসে 

যেন শিগগিরই

খোলামেলা নিঃশ্বাসে

জোর সব্বার-ই।


রাক্ষস ভাইরাস

খেল কত প্রাণ

মানুষের বিশ্বাস

হলো খান খান। 


ডাক্তার সেবিকার

সদয় সেবায়

মানুষের আশ্বাস

এলো পুনরায়। 


ঘুচে যাবে কষ্টের

যত বনবাস,

হবে ফের পৃথিবীর

বুকে বসবাস। 


নতুন ঊষা তে হবে

সবারই মিলন, 

উষ্ণ আলিঙ্গনে

ভরবে জীবন । 

Thursday, July 15, 2021

পবিত্রতার অভ্যেস


মন পবিত্র, তন পবিত্র
পবিত্র আহার পান
বাহির পবিত্র, অন্তর পবিত্র
পবিত্র সকল স্থান।  

চিন্তা পবিত্র দেহ পবিত্র
পবিত্র দেহের বাস
পবিত্রতা-র গুণের জোরে 
বিক্রমের হয় নাশ।  

দুঃখ অপমানের ফাঁদে
ফেঁসেছিল জীবন,
আজ তার-ই জন্যে তোমায়
পেলাম, মদন-মোহন।  

আবার যদি কেউ আমাকে
গালমন্দ করে, বুঝব আমায়
নিচ্ছ কাছে ডেকে চুপিসারে
যাতে ক'রে চিনতে পারি
সত্যি আমি কে।  

তোমায় পাওয়া সহজ হলেও
কঠিন এ দায়ভার 
পবিত্রতার অভ্যেস তাই
চালিয়ে যাওয়াই সার।  

Monday, July 12, 2021

সার বস্তু








ঠাকুরে মতি, ঠাকুরে প্রীতি
অটুট থাকুক দিবা-রাতি
ঠাকুর স্থিতি, ঠাকুর-ই গতি
তাতেই শুরু, তাতেই ইতি
তার-ই কথা, তার-ই স্তুতি
অহর্নিশি করাই শুধু সার। 

তার ভালবাসার জ্ঞানের জ্যোতি
ঠিকরে যখন পড়বে চারিধার
সেই আলোর স্রোতে ভাঙবে তোমার
আঁকড়ে থাকা মিথ্যে অহংকার। 

আছড়ে পড়া ঢেউ-এর বেগে
উঠবে তুমি হঠাৎ জেগে
ঘুচবে যত আঁধার অন্ধকার,
সেই সমুদ্দুরে ভেসেই তবে
জীবন-নৌকা মুক্তি পাবে
মাঝি-র সাজে এসে ভবে
ঠাকুর তোমার করবে পারাপার। 

তাই

ঠাকুর স্থিতি, ঠাকুর-ই গতি
তাতেই শুরু, তাতেই ইতি
তার-ই কথা, তার-ই স্তুতি
অহর্নিশি করাই শুধু সার।

Thursday, July 8, 2021

Earth-shake


The world needs to
be severely shaken


...



with love 

The elusive hat



Out-of-the-box thinking,
volumes, written on it,
but our inevitable habit
is to operate out of the
box, in times of crises.


image credit: Google images

Way to go

Grace, gratitude, unselfishness
the quintessence of goodness
nothing more, nothing less

Intimidating

Hey dude! Why did you
divorce?
Good question!
No reason as such, mate.
We quit 
because we were way too
bored being man and wife! 
Therefore, we moved on
with life! 

So are you guys... 
Look here friend,
wait a minute!
This is just a date
I'm getting late,
I might miss the bus,
and

you've got to catch the train!

Wednesday, July 7, 2021

the most abused

plastic flowers
words without feelings

feelings that construct
the universe

poor cousins
the intellectual brain
head of a pumpkin

feelings without words
converse with pet lovers;

words without meanings
violated victims
consumed with caprice

meanings without words
the dulcet tone within
often whispers;

words without healings
a tortured bonsai
in mechanical delight
tonsured world
deforested in
lifeless words

healings without words
a magical foreplay
among lovers;

words without awareness,
cure, essence, pleasure
a boat without a rudder
set for sailing,
ambushed animals
trapped from the jungle
wailing while playing
in a circus, without a joker

আজ বস সারাদিন ধ্যানে

 আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে। 

আসবে সে যে সেজে গুজে
বসবে তোমার বুকের মাঝে
ডাক তারে সকাল সাঁঝে।  

আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে। 

বললে যীশু যীশুই বল
আল্লা খুদা বলেই চল
কিংবা রাধা কৃষ্ণ নামে
ডাকলে সবই হবে ভাল
দেখবে তারে সকল স্থানে।   

আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে। 

ভিতর বাহির করে  আলো   
আসবে তারা সবাই নেমে
ঘুচবে যত আঁধার কাল
ভাসবে তুমি অসীম প্রেমে 
মনটা তোমার ভরবে জ্ঞানে।  

আজ বস সারাদিন ধ্যানে
ডাক তারে মনে প্রাণে
বস সারাদিন ধ্যানে।