Thursday, October 16, 2025

অমৃতবাণী

 











জরাজীর্ণ পৃথিবীতে
আমি শুধুই ভালোবাসি
শুকনো কঠোর ভূমিতে
     আজ
মারামারি চলছে খালি
শূন্য জমির বুকে জমা
হিংসা ঘেন্না রাশিরাশি
তবুও আমি ভালোবাসি
জীবনযুদ্ধে কান্নাহাসি। 

আমার ভালোবাসার পাশে
কথামৃতের
 আদল আসে
ঠাকুরের ওই সর্বগ্রাসী
আলিঙ্গনের অনুরাগে
ডুবে থাকি অহর্নিশি।

নিঠুর ধরায় যদি তোমরা
শান্তি
সুখের ঠিকানা চাও
একে  অন্যের সাথে পড় 
কথামৃত পড়িয়ে যাও । 

রামকৃষ্ণের প্রতি কথায়
এম'এর স্নেহের লেখার তরে 
দুঃখ হিংসা যাবে কোথায়
ধ্বংস হয়ে চিরতরে। 

আস্তিক বা নাস্তিক হলেও
কথামৃত পড়তে পারো
সন্ন্যাসী বা সংসারীরাও
একই সুরে গাইতে পারো 
সংসারের এই জ্বালা থেকে
মুক্তি পাবে এক্কেবারে 
হালকা হবে আকাশ বাতাস
আলোয় জীবন দিনেরাতে
খিলখিলিয়ে উঠবে ভরে।   

2 comments:

  1. Apurba anubikshan o tar prakas!

    Aro sundor hok shrashta tmr shrishti thakurer banite!

    ReplyDelete