Thursday, December 21, 2023

আয়ু দিয়ে মনকে ছোঁয়া যায়না

ভাগ্গিশ! মনের কোন বয়স হয়না
দেহটা শুধু হয় যে বুড়ো বুড়ি
চামড়া গুলো কুঁচকে গেলেও বা কি
আয়ু দিয়ে মনকে ছোঁয়া যায়না। 

হাতে পায়ে জোর মোটেও নেই
কানে তেমন শুনিনা এখন ভাল
চোখের তেজও তেমনটি আর কই
নাক আর জিভের দাপট গেল গেল। 

মনটা তবু ফাঁকা মাঠে হাঁকে
মানে না কোন বিপদ বাধা ঝুঁকি
চিত্ত সতেজ মারে খালি উঁকি
ধূসর হওয়া অবয়বের ফাঁকে। 

পারি না দিতে পাহাড়েতে পাড়ি
সমুদ্দুরে ঢেউয়ের কোলে স্নান
মনের জোরে তাদের সাথেই ঘুরি
কিছুই তাকে করে না যে ম্লান।   

লাঠি তুমি যতই ধরো হাতে
দিনেরাতে মিছেই দেখো আয়না 
চাঁদ সুজ্জির আলোর সাথে সাথে 
মন কখনো বুড়ো বুড়ি হয়না।  

No comments:

Post a Comment