দৃষ্টিফুল
তোমার চোখ
অনেক কথা বলেছিলো,
অনেক ছবি এঁকেছিল
সেদিন বাতাসে,
আমার মন তা পড়েছিল
ভিতরে ভিতরে আমি কেঁদেছিলাম
বুঝেছিলাম
নিয়মের শৃঙ্খলে তুমি আটকে আছো,
দায়িত্বর বেড়াজালের মধ্যে
তোমার হলুদ হাত
তোমার হলুদ হাত
অন্য কথা বলে, অন্য কাজ করে,
বীণা বাজায় না, লেখে না
আনন্দে নেচে ওঠেনা।
তোমাকে সেদিন বন্ধ খাঁচায় ছটফট
করা পাখি মনে হয়েছিল
পাথর চাপা কিশলয়ের
আর্তনাদ শুনতে পেয়েছিলাম যেন…
আর্তনাদ শুনতে পেয়েছিলাম যেন…
চোখের থেকে পর্দা সরাও! দৃষ্টির ভ্রম
ভাঙ্গ!
এই যন্ত্রনা তোমার চোখের ভাষায়
এই যন্ত্রনা তোমার চোখের ভাষায়
ভেসে এসেছিলো আমার হৃদয়
আমি আঁতকে উঠেছিলাম।
আমি তোমার কাছে চিরকৃতজ্ঞও বটে
তুমি সেদিন আমাকে অমনভাবে
তোমার বেদনার কথা না বললে
আমি লেখক, আমার নিজের
সরষে বাগানটা দেখতেই পেতাম না।
আমার পুরোনো চোখে
হলুদ দৃষ্টিফুল ফুঁটতো না।
No comments:
Post a Comment