আমার সময় এসেছে,
সব প্রতীক্ষার শেষ ৷
সীমার রেখা টেনেছে,
ঘটনা-গল্প কেটে যাওয়ার রেশ ৷
কি অবিশ্বাস্য স্থায়িই না ভাবতম
এখানের স্থির সময়ের চলাটাকে
কালের অচল স্রোতে ভাসতাম
গ’ড়ে চলা কাহীনির ভূমিকাতে ৷
বছরের হাত ধ’রে,
সময় চলে যেত,
সীমানা নতুন ক’রে,
ডানাহীন গতিকে ভুলিয়ে দিত ৷
গল্পের প্রায় শেষপ্রান্তে এসে আজ
দেখি, শুরুতেই ব’সে আছি ৷
প্রতিদিনের একিরকম সাজ,
ফুলেতেই সেই সুরেলা মৌমাছি ৷
শেষের কাছে শুরুর মিছে কথা,
শুরুর সাথে শেষের নৃত্যগান,
সবই বুঝি নিত্য সুরে বাধা,
তালের সাথে গতির অভিযান ৷
The English translation of the poem is Pursuit, posted here.
No comments:
Post a Comment