Tuesday, July 1, 2025

some small poems

 

some small poems
good and bad
happy, sad
thoughts aligned
outlined, some out of line
moments of nature
nurture and torture

golden rays emerge, 
kissing the sleeping
earth
with warm light, 
dreams dawn in
the awakening

green leaper on
reeds, 

rippling ponds
in evening light, 

nature's quiet song

sparrows dust wash
calling the clouds
earth's bath to start
soon

redolence of the
petrichor

tender pitter-patter
hope in the minds
of the farmers

smiles 

kolkata
a city of violation
a garb, a garment
in the guise of a
city of joy
girls, ladies, older
women, none escape
the male guage, their
ruthless, sponsored,
indulgent rage
---

দুঃখের সাথে যুদ্ধ কর

জেনো সবার কাছেই আছে
কান্না দুঃখ ভুরি ভুরি
আমরা সবাই কম বেশি ভাই
দুঃখ নিয়েই ঘুরি ফিরি 

বেকার থাকার দুঃখ যেমন
অপিসেতেও দুঃখ তেমন
সবার সঙ্গে মারামারি
জেতা হারার মহামারী
মনটা যে তাই বিষন্নতায়
দিনে রাতে কেঁদে কাটায়

আবার দেখো যেমন কারুর
একা থাকার দুঃখ বেজায়
সবার মাঝে থাকে যে জন
সেও দুঃখেই সময় কাটায় 

ধনী গরিব হও না যতই 
জয়ী কিংবা পরাজয়ী
দুঃখের থেকে ছাড়া পায়না
এদের সবার মধ্যে কেউই

তাই দুঃখ দুঃখ করে তোমরা
বৃথাই জীবন নষ্ট কর
সবাই আমরা দুঃখেই আছি
এর থেকে নাই সত্য বড়

   একটু দূরে সরে যদি
জীবনটাকে দেখতে পার
আনন্দে মন উঠবে ভরে
দুঃখের সাথে যুদ্ধ করে

সকাল সন্ধ্যা প্রাতে ভোরে
আলোয় রাতের অন্ধকারে
দুঃখের সাথে যুদ্ধ কর
দুঃখের সাথে যুদ্ধ কর

Thursday, June 26, 2025

Write anew

You have no future
all of you are going
to die
burn all the lying
scriptures of the world
written by fossils;
those writers
whoever they are
well-meaning, concerned
have died years ago
their relevance gone
for good, let their works
also go

wake up if you will
from your accursed
slumber
today’s dwellers
neighbors nowadays
dormant leaders
we are fewer than
the few, for the mass
growing in number,
write stories anew
write histories anew
write the future anew


Écrivons à nouveau

Vous n’avez aucun avenir,
vous allez tous mourir.

Brûlez ces écritures fausses,
du monde, les paroles trop grosses,
écrites par des fossiles glacés —
ces auteurs,
quels qu’ils soient,
inquiets, pleins de bonne foi,
sont morts depuis des années.

Leur voix s’est tueé,
leur feu s’est perdu ;
que leurs œuvres aussi
tombent dans l’oubli.

Réveillez-vous, si vous l’osez,
de ce sommeil empoisonné.

Habitants d’aujourd’hui,
voisins sans bruit,
chefs engourdis —
nous sommes moins
que les moindres témoins,
face aux foules qui s’élèvent,
et nous guettent sans trêve.

Écrivons des récits neufs,
des histoires sans fardeaux
ni preuves, un avenir refait
à la lumière de nos faits.

---

নতুন করে লেখ

তোমাদের কোনো ভবিষ্যৎ 
নেই
তোমরা সবাই মরে যাবে।

পুড়িয়ে দাও সব মৃত 
গ্রন্থ, এই জগতের,
লেখা পুরনো ফেলে 
আসা কালের হাতে।

তারা যারা লিখেছিল,
যেই হোক না কেন,
সদ্ভাবনায় উদ্বিগ্ন, 
তারা চিরতরের জন্য 
চলে গেছে তাদের 
অপ্রাসংগিকতার হাত
ধরে।

তাদের গুরুত্ব ফুরিয়ে গেছে,
চিরতরে—
তাদের লেখাও যাক
ঝরে ভুলে যাওয়া ইতিহাসে।

জেগে ওঠো, যদি পারো
এই অভিশপ্ত নিদ্রা থেকে।

আজকের মানুষেরা,
আশেপাশের প্রতিবেশী,
নতুন নেতারা—

যারা মুষ্টিমেয়, ওঠো জেগে 
অসংখ জনগণ তাকিয়ে 
আছে দেখ, তোমাদের দিকে 
অনাবিল চোখে,
তারা পড়তে চায়

এক নতুন লেখা 
সহজ সরল জলবৎ 

লেখো নতুন গল্প,
নতুন ইতিহাস,
নতুন ভবিষ্যৎ

গড় নতুন জগৎ 

Monday, June 23, 2025

forever free

I'm resting on the bank
of a river, looking...
me and the river, not
the same,
if one is the body
and the mind,
forever flowing,
the other is
the real me,
unchanged

I have a river in me
trapped in the flow,
yet same forever free

সারবস্তু

নিজের দোষকে করো শিকার,

অপরের ভ্রান্তি করো স্বীকার,

ভবসংসারের উদ্বেলিত 

সমুদ্র হবে অনায়াসে পারাপার

দূঃখ্যালয় থেকে পাবে মুক্তি, 

বিচারের কারাগার যাবে খুলে, 

পাবে চিরতরের অব্যাহতি, 

নির্লিপ্ত কর্মে, শান্ত,

আনন্দমুখর হবে সংসার।

reborn

I'm burdened,
drowned in the
sins of others,
unable to merge
with the bliss
of the universe 

heavy is the weight
of actions, words
in me
makes no sense
ceaseless wait,
of no worth
no light to break free

there's a way out
for sure,
a permanent cure
to heave a sigh of relief; 
freedom from finding faults,
the supreme power to forgive

but how, the schools
old and new, haven't
taught me to practice
the art
I learnt to hate, hurt
burn in the heat of anger
in my pumping heart

I like the stars, I love
nature, its beauties,
bounties, and varieties,
I'm unable to live
with unlike-minded
human beings
from the fools, I'll break free
learn the song of the wise
the power will fall upon me,
the heaviness will die,
on this earth full
of differences
I will be reborn, regain
my paradise 

Sunday, June 22, 2025

The marvel

I don’t read the lines
the stars rise and set
the wisdom of my stories
lies within them

all the beings tell me
something
I cannot get in
black and white,
the search never dwells
in the way they
touch and smell
hear, taste, and look
I cannot catch the sense
in the fold of  a book

---

Je ne lis pas les lignes
les étoiles se lèvent et
se couchent
la sagesse de mes récits
réside en elles.

Tous les êtres me disent
quelque chose
que je ne peux saisir
en noir et blanc.

La quête ne réside jamais
dans leur manière de
toucher, sentir,
entendre, goûter, regarder.
Je ne peux capter le sens
dans les plis d’un livre.

Saturday, June 7, 2025

বেতালা, বেমানান, বেসুরো

রাজনীতি কথাটাতে
'রাজ' ঠিক কি করছে
তা ভাবতেই আশ্চর্য লাগে।

ওটা কি শুধুমাত্র একটা শব্দ,
যা প্রকৃত শাসন করতে, স্নেহ   
করতে, ভুলে গিয়েছে? যার 

নিঃশব্দতা, 

মৃতবৎ হয়ে ঘুমিয়ে আছে 

অঘোরে, চিরনিদ্রায়!

যখন গানগুলি শুনি
'মহারাজ, একি সাজে
এলে হৃদয়ে পুরমাঝে',
কিংবা 'আমরা সবাই রাজা
আমাদের এই রাজার রাজত্বে'
এই রাজনীতির 'রাজ' কথাটার
সাথে গানগুলো কিরকম
বেতালা, বেমানান, বেসুরো
মনে হয়।

খুব দুঃখ লাগে শুনতে 
নেতাদের কথা
টিভির পর্দায় বা বিভিন্ন
বক্তৃতায়, মনে হয় যে
এগুলো রাজনীতি নয়, 

এগুলো দুর্নীতি।

যেই লিডার নির্বাচনে জয়ী হবার
পরে গান গেয়ে উঠেছিলেন,
'আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার পরে', সেই
লিডারই পরে তার মাথা এমন
উঁচু করে রাখেন, যে তাকে
আর ধরাও যায় না। তিনি তো
জিতে গিয়ে জাতে উঠে গেছেন,
আমাদের সাথে তার সম্পর্কের
তার কেটে গেছে।   

এখনকার রাজনীতিকে
কূটনীতিও বলা যায় না।
কূটনীতির "কূট" শব্দটি
মূলত কৌশল, জটিলতা,
বা সূক্ষ্মতার সাথে সম্পর্কিত,
যা আন্তর্জাতিক সম্পর্ক বা
বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়।
এখনকার কূটনীতিতে  নোংরা
কৌশল, বা হিংসাত্মক জটিলতা
থাকলেও  সূক্ষ্মতা বলে কিছু নেই।

যেভাবে অরাজগতা, অশালীনতা,
বর্বরতা সারা বিশ্বে বাজনা বাজিয়ে
বেড়াচ্ছে, তাতে প্রতিদিন গানের
পংক্তিগুলি গুলিবিদ্ধ হচ্ছে, 
মূল্যহীন হচ্ছে,  আর হচ্ছে

বেতালা, বেমানান, বেসুরো।

Friday, June 6, 2025

The painter

 The overwhelming response from the UK Authors to a small poem humbled me to the core. Gratitude.


The painter

Tuesday, June 3, 2025

একা থাকা

একা থাকা

একা থাকা ভীষণ কঠিন
সব বয়সের জন্যই
থাকতে একা দম লাগে ভাই
সকাল দুপুর রাতদিন।

বাজার কিংবা সিনেমা যাও
গান শোনো বা রান্না চাপাও
চা জল খাবার খাবে একা
টিভি করবে আওয়াজ ফাঁকা।

ঘরে চাবি দিয়ে যাবে
চাকরিতে বা অন্য খানে
তালা খুলেই ঢুকতে হবে
কলিং বেলটা অলস পানে
অকর্মণ্য হয়েই রবে।

কোথায় তুমি যাচ্ছো আসছো
কারুর কিছু যায় আসে না
রাতে তুমি কখন ফিরছ
কেউই ফোনে জানতে চায় না।

বাগান করলে সতেজ হবে
মন আনন্দে ভরে যাবে 
পাখিদের সব নানান রবে
একাকীত্ব ঘুচিয়ে দেবে।

তার ওপরে কুকুর বিড়াল
যদি আসা যাওয়া করে
হবে তোমার ভরা সংসার
আনন্দে মন উঠবে ভ'রে।

একা থাকা কঠিন হলেও
তোমায় এটা শিখতে হবে
আস্তে আস্তে দেখবে সেও
অভ্যাস ঠিক হয়ে যাবে।

কষ্ট করেও নিজের সাথে
নিজে যদি থাকতে পারো 
ঠাকুর হবে বন্ধু বড়
সুখে দুঃখে দিনে রাতে।