জেনো সবার কাছেই আছে
কান্না দুঃখ ভুরি ভুরি
আমরা সবাই কম বেশি ভাই
দুঃখ নিয়েই ঘুরি ফিরি
বেকার থাকার
দুঃখ যেমন
অপিসেতেও দুঃখ তেমন
সবার সঙ্গে মারামারি
জেতা হারার মহামারী
মনটা যে তাই বিষন্নতায়
দিনে রাতে কেঁদে কাটায়
আবার দেখো যেমন কারুর
একা থাকার দুঃখ বেজায়
সবার মাঝে থাকে যে জন
সেও দুঃখেই সময় কাটায়
ধনী গরিব হও না যতই
জয়ী কিংবা পরাজয়ী
দুঃখের থেকে ছাড়া পায়না
এদের সবার মধ্যে কেউই
তাই দুঃখ দুঃখ করে তোমরা
বৃথাই জীবন নষ্ট কর
সবাই আমরা দুঃখেই আছি
এর থেকে নাই সত্য বড়
একটু দূরে
সরে যদি
জীবনটাকে দেখতে পার
আনন্দে মন উঠবে ভরে
দুঃখের সাথে যুদ্ধ করে
সকাল সন্ধ্যা প্রাতে ভোরে
আলোয় রাতের অন্ধকারে
দুঃখের সাথে যুদ্ধ কর
দুঃখের সাথে যুদ্ধ কর