Tuesday, September 16, 2025

বাসনা

বাসন বসন বাসনা যত
আঁকড়ে থাকে নেশার মত,
চেষ্টা করে যদি বা ছাড়ে
থাকবো ভাবি কেমন করে ? 

অন্তরেতে ভর্তি পুঁজি
তবু আনন্দ বাইরে খুঁজি,
চাহিদাগুলো মারতে গেলে
নিজেই পড়ি নিজের জালে।  

আরো অনেক জিনিস মানুষ
জিততে হবে করি বাজি,
সব্বাইকে হারিয়ে বুঝি
মান থাকে না, থাকে না হুঁশ।   

নাটকের এই সার্কাস থেকে
বেরিয়ে যদি বসতে পারি
তাহলেই তো কেল্লাফতে
থাকবে না আর মারামারি।  

বাসনা আর ইচ্ছেগুলি
নষ্ট হবে দ্রষ্টা হলে
দেখা জানা শোনার ছলে   
যাবে পুরো জলাঞ্জলি।  

No comments:

Post a Comment