পুরোনো কথা লিখি
নতুন সতেজ পাতায়
ফেলে আসা চাঁদ দেখি
স্পষ্ট
জোৎস্না-মাখা জানালায়।
এ চেনা মায়া পথে
ভেসেছি অনেক আগে
দুজনায়
সেই সাধ আবার বুঝি
জাগে, নতুন ছন্দে
নতুন অনুরাগে।
টেবিলে প্রদীপ জ্বলে
খাতায় কলম চলে
ধীরে
চুপিসারে তুমি এলে
চোখ হাঁসে মৃদু অশ্রুজলে।
কখন আমি থামি
এই গল্পের মাঝপথে
কে জানে
আলোর উষ্ণ ছোঁয়ায়
আমার খয়েরী মনে
পুনরায় উঁকি দেয়
সবুজ কিশলয়।
No comments:
Post a Comment