ঠাকুরে মতি, ঠাকুরে প্রীতি
অটুট থাকুক দিবা-রাতি
ঠাকুর স্থিতি, ঠাকুর-ই গতি
তাতেই শুরু, তাতেই ইতি
তার-ই কথা, তার-ই স্তুতি
অহর্নিশি করাই শুধু সার। 
তার ভালবাসার জ্ঞানের জ্যোতি
ঠিকরে যখন পড়বে চারিধার
সেই আলোর স্রোতে ভাঙবে তোমার
আঁকড়ে থাকা মিথ্যে অহংকার। 
আছড়ে পড়া ঢেউ-এর বেগে
উঠবে তুমি হঠাৎ জেগে
ঘুচবে যত আঁধার অন্ধকার, 
সেই সমুদ্দুরে ভেসেই তবে
জীবন-নৌকা মুক্তি পাবে
মাঝি-র সাজে এসে ভবে
ঠাকুর তোমার করবে পারাপার। 
তাই
ঠাকুর স্থিতি, ঠাকুর-ই গতি
তাতেই শুরু, তাতেই ইতি
তার-ই কথা, তার-ই স্তুতি
অহর্নিশি করাই শুধু সার।

 
No comments:
Post a Comment