Sunday, November 27, 2022

The gap

With tears

I wash my eyes

yet I cannot see

you, 

I can feel you're 

here, can sense 

your footsteps

but cannot hear you.


The marginal gap,

lightyears away.


Monday, November 14, 2022

যখন তুমি থাক

 যখন তুমি থাক
আমার সাথে, কথা
বল, হাস খেলো, তখন
তোমায় চিনতে পারি
আমার মতন করে।

ভিড়ের মধ্যে মিশে
যখন যাও, তখন
তোমার দৃষ্টিভঙ্গি
তোমার চিন্তাধারা 
অন্য কথা বলে।

চেনা সঙ্গি, কেমন করে
লোকের সাথে ভিড়ে
হয় যে অচেনা, একলা
বসে কেবল শুধু ভাবি,
কিছুই বুঝিনা।


বন্ধুত্বের সেই উষ্ণ
মাদকতা ঝেরে, 
ওঠে প্রলয়-এর ঝড়
হারিয়ে ফেলি কাছের
সাথী টিকে, 
ঝগড়াঝাঁটি করে।

খ্যাপা


- শিক্ষিত হও, মূর্খ থেকে
কি লাভ বল?
এ কথাটা বহুবার শুনে,
চাপা গলায় খ্যাপা উত্তর
দিল।
- আজ অবধি যত হয়েছে ক্ষতি, পৃথিবীর এই বুকে,
শিক্ষিতরাই করেছে
সবটুকু, ঠান্ডা মাথায়
দেখে শুনে বুঝে।
নিচু গলায় বললেও তা
সবাই শুনতে পেল,
তাই-
ঝনঝনিয়ে
কড়তালির আওয়াজ...
সবাই শুনতে পেল।।

(এ জবাবে বেজায় ক্ষুব্ধ
হয়ে, খ্যাপা-কে কেউ চুপ
করিয়ে দিল।) 

আমি কবিতা লিখি

প্রচন্ড চাপা রাগ
তাই কবিতা লিখি।  

চাপা দুঃখ
একাকিত্ব ঘিরছে ধীরে
ধীরে, অতীতের দরজার
সামনে অগণিত চটি,
চপ্পল আজ উধাও, কলিং
বেল-এর অনন্ত বিশ্রাম, সব
দুঃখ প্রবল হয়ে হয়েছে বিলীন
হাস্যকৌতুক, চার্লি চাপলিন
তাই কবিতা লিখি।  

চারিদিকে শুধু গোলাগুলি,
কথায় কথায় 
গালাগালি, দলাদলি
তাই কবিতা লিখি। 

পৃথিবীতে ল অফ দ্য ওয়ার্ল্ড
বলে কিছু নেই, আছে শুধু
হিংসুটে ল অফ দ্য ল্যান্ড
তাই ত কবিতায় পড়ে দীর্ঘশ্বাস 
কবিতায় বসবাস, বনবাস।  

প্রতিবেশী তোমায় আমি
ভালবাসি, বই-এর শব্দজালে
বন্দী, কিছু করতে পারব না
জানি, তাই কান্নায় ভেঙে
আনন্দের জাল বুনি
যদি কখনও আমাদের
সম্বিত ফেরে, ফেলে আসা
কালের স্মৃতির স্রোতে,
এইটুকুই আশা তাই
কবিতাকে ভালবাসা
তাই কবিতায় থাকা, 
তাই কবিতা লেখা।  

বাক্যের বাঁধন নেই,
বানানগুলি সব নড়বড়ে,
ব্যাকরণ ব্যা ব্যা করে
এই পুঁজি নিয়ে, ভাবনাকে
সম্বল করে ভাষা-র সাগরে
ভাসা, যা শুনি,যা বুঝি, দেখি,
ভাঙা ভাঙা শব্দেই লেখা।  

কি দুঃসাহস আমার
আমি কবিতা লিখি।

Saturday, November 12, 2022

কালিদাস






আমরা সবাই কালিদাস
যে পৃথিবী রূপী ডালে বসবাস
সেটারই করছি সর্বনাশ।   

হে ঈশ্বর, তোমার কৃপার আলোকে
অন্ধকার যেন কাটে চারিদিকে
কালিদাস-এর মত আমাদের
ভিতরের কবি উঠুক জেগে।

আমরাও যেন পারি রচনা
করতে তোমার এই মায়ামঞ্চে
তোমারই তৈরী করুণা ধারা,
এক সুন্দর, সজীব, বসুন্ধরা।  

Thursday, November 10, 2022

words and actions

how wonderful it is
to be in the world of words

actions have betrayed
the innocent warmth
two-timing the trade

they do not follow a word
of what they say

how wonderful it is
to be in the world of words

Monday, November 7, 2022

সুধী মন আমার











কষ্ট না করলে কেষ্ট মেলে না,
এ কথা যেমন ঠিক
তেমন  কেষ্টকে কষ্ট দিয়ে কি 
তাঁকে কখনও পাওয়া যায়? 

লক্ষ্মী মন আমার, দেখো,
তোমার কোন ব্যবহারে,
কর্মে, অথবা চিন্তনে যেন
সে কখনও ব্যথা না পায়।

মাখনচোরের সাথে যত পারো
খেল; যেমন লুকোচুরি, চোরচোর,
আইসবাইস, কিন্তু তাঁকে নিয়ে
ছেলেখেলা করো না। তাহলে
নেই আর কোনো উপায়!

সংসারে থেকে তুমি
কমবেশি অপবিত্র হয়েছ,
এ কথা মেনেই নিজেকে 
পবিত্র করার চেষ্টা কর
প্রতিটি কর্মে, বাক্যে, ভাবনায়। 

Friday, October 28, 2022

in time and space

if peace is restored
with power, in time,
it causes another war

if it were to be
brought about with
love and grace
we wouldn't know
what'd happen cause

we'd never visited
that space

Thursday, October 27, 2022

A bunch of ghosts

T.S. Eliot has suddenly
come back in 2022,
he thought he'd add 
a line or two when he 
re-read the burial
of the dead.

There comes Samuel Beckett
who sees Didi and Gogo
still waiting as they were, long
ago, under the patient
tree, he steals the line from
the Bard pours it into their
throat, they seem to chant it
like a melody, 'under the
greenwood tree, who loves
to lie with me'.

Slowly come Kalidasa and
Tagore, reliving the wars
we fought in the yore;
all litterateurs of the world
come to the dais one by one
witness the wars where
everything is lost, nothing
won, everyone dismayed with
the disastrously designed mayhem.

They pleaded and pleaded
with all stalwarts and leaders
who looked at each other
with utter voodoo, and said
in unison, 'it wasn't me, it was
you'.

All the dead writers of the world
when they didn't hear a word
from the soi-disant shepherds,
yelled, 'don't waste your own
land' to the leader and their
herds: the authors tried to
convince 
them to yield, to
kill the wars, but infatuated
with warfare, they

were saying cheers and
r
aising a toast, the men
of letters tried hard to talk,

but in vain, all in vain; those
insane power seekers
impervious to the appeal;
engaged to make a supercilious
deal, there wasn't
any response from
the unconscious hosts until the
wordsmiths
were indoctrinated
they were talking to 
a bunch of
unearthly ghosts.

Monday, October 24, 2022

আমরণ

আমার শব-টা যবে উঠবে চিতায়
বল হরি বোলের সহায়
আমার যত আমি-রা সব
বল দেখি থাকবে কোথায়?

যখন আমায় নিয়ে যাবে
খই ছিটিয়ে পথে পথে
কাশি মিত্র নয় সিরিডি-তে
নিমতলা বা  কেওড়া তলায়
চা সিগরেট খেতে খেতে
ভাববে কখন পুড়িয়ে দেহ
ভাসিয়ে দিয়ে অস্হি ও ছাই
ফিরবে তোমরা ঘরে সবাই

যারা যারা ঘর-এ গেলে
একটু খানি সময় পেলে
ভেবে দেখ কেউ কি ফাঁকি
দিতে পারবে চিতায় ওঠায়
এও কি আবার হয় গো নাকি!

মনপ্রাণ-টা থাকত যদি
আমারই ওই অসাড় দেহে
কি ভাবতাম বল দেখি
শ্মশান যাত্রী সঙ্গী সাথী ?

মরার পরে হরি বোল
শুধুই যেন কোলাহল
গাইতাম যদি হরি বোল
জীবন থাকতে আমি
বুঝতে পারতাম হরিবোল-ই
সবার থেকে দামি। 

ঈর্ষা, ঝগড়া রাগ দুঃখ
অহংকার-এর বিষে
অর্ধমৃত ছিলাম আমি
প্রতিটি নিঃশাসে।

বেঁচে থাকো তোমরা সবাই
হরিবোল-এর বলে
বাঁচার মত করে বাঁচো
সবাই হেসে খেলে।