Thursday, August 18, 2016

হুশ হুশ


ধাপ্পার ধাক্কায় ধরাশাই ধরণী
হুশ হুশ হুংকারে হারছে হারাচ্ছে
নানারকমের অস্ত্রশস্ত্র প্রকাশ পাচ্ছে
দিকে দিগন্তে দেশে প্রদেশে
জিতবার তাগিদে হেরে যাচ্ছে মানুষ
পাতায় পাতায় পুঁথিগত শব্দের আওয়াজ
ঝড় তুলছে প্রতিদিন
আমরা কেউই চুপ করে বসে নেই
জিতবো আমরা সবাই জিতবো
দেখিয়ে দেব আমরা কত শক্তিশালী
এই মন্ত্রে ম ম করছে মানুষের ম্লান মনপ্রাণ
জিততে যাওয়ার যান্ত্রিক জালে
জনমানুষ মৎসবৎ জর্জরিত
ছটফট করছে দপদপ করছে প্রাণ সর্বত্র
আমরা সবাই জিতবার জালে হারছি
সভ্যতা হারছে জ্ঞান হারছে সমাজ হারছে
চারিদিক জুড়ে একই খেলা চলেছে একই ভাষায়
হুশ হুশ

Wednesday, August 17, 2016

মেশিনের কাছাকাছি


মানুষ মেশিন না মেশিন মানুষ?
মানুষ এখন মেশিনের সাথে মিশে ম ম করছে
ছড়িয়ে গিয়েছে আকাশে বাতাসে

সবেতেই যুদ্ধের আহ্বান, শিল্পকলা
বিজ্ঞান, পৃথিবীর যাবতীয় ষোলোকলা
পূর্ণ আজ মেশিনের কবলে

তবুও আকাশ বাতাস দূষিত
মানুষের সন্দিগ্ধ মন ত্রস্ত অপবিত্র
ইমোশন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে

মানুষের অস্তিত্ব এখন মেশিনের মধ্যে বদ্ধ
তার অঙ্গ প্রত্তঙ্গ মেশিনের চাকায় চলছে
ঘরঘর শব্দে ঝালাপালা কান নেশাগ্রস্থ

কিন্তু আজও পৃথিবী চলছে হৃদয়ের দোলায়
তার মাটির গন্ধ মিশে যায় আকাশের আলোয়
নিত্য শান্ত নৃত্য-গান আজও অজেয় মেশিনের কাছে !

অনুসন্ধান




চাঁদ অনুপস্থিত
তুমি চারিদিক দেখছো, তার কোনো চিহ্ন নেই
তবু তোমার আলোর অভিজ্ঞতা
জানে, তার নিশ্চিত অস্তিত্ব

আমার লাইন আসেনা
পাতার ওপর আমার হাত প্রকাশের লিপ্সায়
অপ্রতিহত মন নতি শিকার করবেনা
সে পূর্বে শব্দশাক্ষি করেছে   

পৃথিবীর গান


আমি পৃথিবীকে ভালোবাসি
বিবিধের মধ্যে একতার আলিঙ্গন
আমার এই পৃথিবীর থেকে শেখা
কোনো বইয়ের পাতার থেকে নয়

আজ মানুষের শিক্ষা সভ্যতা ব্যর্থ
কিভাবে বেখ্যা করবো জানিনা এর অর্থ
পৃথিবীর স্বীকার শক্তিকে অগ্রাহ্য করে
তারা এক অদ্ভুত শিক্ষায় লিপ্ত

ধর্ম আর ধ্বংস এই নেশায় তৈরী হয়েছে
ধরাশয়ী ধরণীর সহস্র মেশিন-মূর্তির হুঙ্কার
জানিয়ে দিচ্ছে পৃথিবীকে
নিশ্চিহ্ন আর টুকরো করার প্রতিশ্রুতি

কি এই ধ্বংসের কারণ কেন এই আধারকে অবলুপ্তির প্রচেষ্টা
প্রতিটি দেশ আজ চিন্তান্বিত, আতংকিত
অথচ আমরা সবাই বন্ধ করেছিআমাদের চোখ আর কান
শুনছিনা আর্তনাদ আমরা গাইছিনা এখনো পৃথিবীর গান 

Tuesday, August 16, 2016

The search


The moon is absent
You look around, cannot find its trace
Still the light of your experience
Knows, is certain of its existence.

My lines don’t come
The hand on the page yearning to express
The undeterred mind will not succumb
It has witnessed words in the space.

Monday, August 15, 2016

Helplessness



You have dyslexia
Cannot read the lines
Neither can you write in the prescribed order.
Despite the paraphernalia
Useless eyes and hands
Even with organs that failed to woo
I love you.

You have reached the sky
Can no longer hold a book
You seem to have lost interest in the art
For you, words are words.
You choke the flow of the brook
Your eagle-like rhyming and stunts
Scare the phrases that shout, proverbs that hue
Yet I love you.

Your have stretched in the land
Can no longer hold the pen
You have mustered some inks before the fence
The rest did overflow and was damned.
You are now in talking spree
Researching on how to re-write the thoughts
But the disease that’s nesting in the brain
Had overthrown the paper out of terrain
Your pages are both dusty and blue

Still I love you.

Saturday, August 13, 2016

অন্তরাল

প্রতিদিন সকালে বিকালে
জীবনের চলাচলে
তোমার থেকে দূরে সরে যাই

একেকদিন অন্তহীন মনে হয়
অন্যদিকে পিছল সময়
সোম থেকে রবি আনে
অজ্ঞানতার মাঝখানে

কথাবার্তার আওয়াজ শোনেনা হৃদয়ের গান
একঘেয়ে চলার সাথে তুলনা করে
পাখির ডাকের হৈ চৈ এ পাতা কান
আজ ব্যর্থ হাহাকারের ভিড়ে
আর্তনাদ হৈ হৈ এর মুখোশ পরে
দেহকে গ্রাস করে শব্দের জঞ্জালে
প্রাণ তবু দেহেই খেলে চলে

পুতুল সকালে বিকেলে তাই
তোমার থেকে দূরে সরে যাই 

Friday, August 12, 2016

লজ্জা



যখনি প্রেমের কথা লিখি
লজ্জা করে
মনে হয় সে হারিয়ে গেছে
রোজকারের আর্তনাদ
দিনে রাতে খুন ধর্ষণ
অবিশ্বাস হিংসা
ধর্মকে কেন্দ্র করে
মানুষের রেষারেষি
তেল, জল, জমি-বসতি নিয়ে 'তেজ্জ্ব'
হানাহানির জাল
ঢেকে দেয় তাকে

হৃদয়ের দরজা বন্ধ
চর্মচক্ষু আবরণ হয়ে
প্রেমকে লজ্জারূপে
আড়াল করে রেখেছে

আমরা সবাই বসে
মিথ্যাকে সত্য করে দেখার
আপ্রাণ চেষ্টা করে চলেছি
আমাদের লজ্জা উঁকি মারে
দিনরাত



Translated by Rajat Dasgupta

Inhibition

Whenever a poem on ‘love’ I pen,
Inhibition overtakes me then.
‘Love’ is lost, it seems,
In daily wail,
Day and night rape and homicides,
Mistrust and terror
Centering ‘Faith’,
Human strife with ‘oil’, ‘water’
‘Land and ‘abode’, network of violence,
Skirts its excellence.

The door to the heart
Is shut;
Eyes skirt,
Deforms ‘love’ into ‘shame’;

All of us join in our frantic effort
To masquerade ‘false’ into ‘truth’,
Our ‘shame’ peeps from behind
Day and night.

Sunday, August 7, 2016

ঝুলনের মতো


অনেক অনেক পাতা
পড়ে আছে
পুরোনো স্মৃতি কুড়িয়ে নিলো সব
সুতোর মতো জুড়ে দিলো
মালা করে
আমার মনে
এই গন্ধহীন খৈরী সবুজ গারল্যান্ড
পরেই কি আমি যাবো
আমার শেষ যাত্রায়
কে থাকবে আমার সারহীন শরীরের পাশে
আরো অনেক গাঁথা মালা
না কি ছড়ানো পাতা
যারা এখনো সূত্র খুঁজে চলেছে
কিছুক্ষন আগের আমার মতো
এদের কিছু পাতায় কি রক্তের দাগ আছে
হারিয়ে যাওয়া মানুষের আর্তনাদ
আছে কি শিশুধর্ষণের কথা
থাকবে কি অর্থহীন ঝগড়ায় তৈরী
অস্ত্রশস্ত্রের ঝনঝন
ধর্মের কোলাহল
আমাকে আমার দাবানলে পৃথিবী
বিদায় জানাবে
তার পাতা যে ছড়িয়ে আছে
আকাশে বাতাসে নদী নালায় পাহাড়ে মরুভূমীতে
সে যে আজ সূত্র খুঁজছে
তার অসংখ পত্র জোড়ার জন্য
আমার মতো সহজ হবে কি
তার রক্তাক্ত স্মৃতিগুলিকে খৈরী সবুজ করে খোঁজা

হয়তো সে পারবে
তার যে আছে সোনার কাঠির মতো সূর্য
রুপোলি কাঠির মতো চন্দ্র
আর এক নির্মল আকাশ
তার মৃত্যু-গন্ধে ভরা পাতারা
আবার সজীব হবে
হতাশ পৃথিবী এই রূপকথার আশা নিয়ে
ফলে ফুলে বাতাসে আর পাখির গানে
ভরিয়ে রেখে দুলে চলেছে এহনো
ঝুলনের মতো 

Thursday, August 4, 2016

Re-conversion, a dead rat


Talented, skilled
Selfless, dedicated
The insane lot;
People, the village needs
Desperately
Engaged in plaguing
The world.

There is no intelligence
Engaged, dedicated, as insanely
To bring them back
On the moving stage.