তোমার আমার গানের শুরু
ছিল একিই সুরে বাঁধা
এগিয়ে যেতেই গতির গভীর
মিলে পড়লো বাধা।
তোমার গানের কথা
তার মধুর ছন্দে সুরে
আমার স্বরলিপির
থেকে গেল অনেক সরে।
তবু দুজনেরি মনে
ভিন্ন ভাবে অন্য তানে
ভরলো নতুন বীণে
অন্য কোন টানে
নাচলো না আর মোদের
হৃদয় যুগল অন্তরালে
জড়িয়ে ধরলো একিই স্থায়ী
ভিন্ন অন্তরাকে।
না, না তাতে কিইবা হলো
গান তো শেষে গেলো
ভেসে স্রোতের সাগরেতে
দুটি প্রাণীর দুটি গানিই
ভিন্ন কথায় মাতিয়ে দিলো
শ্রোতার আসরেতে।
বিশ্ব পারাবারে
বেসুরো সব অমিল যত
মিলিয়ে যাবে জানি
গানের জন্য বারে বারে
মিলবে নীরব বাণী।
No comments:
Post a Comment