Saturday, March 30, 2024

আঘাত

যতদিন তুমি ছিলেনা

এ জীবন ছিল অচেতন

তুমি এলে ধীরেসুস্থে

নিশ্চিত বোবা পদক্ষেপে

অজ্ঞতা নিষ্ঠুরতার প্রাচীরে

এযাবত ছিলাম নিজের অচিরে 

কারারুদ্ধ

একেরপর এক অপমান

ক্ষত, লাঞ্ছনা, নিয়ে নিল

যা কিছু ছিল বৃথা, মিথ্যা অহঙ্কার, 

অলঙ্কার, বিয়োগে হলো যোগাযোগ

তোমার সাথে নিজের অজান্তে চোখের 

থেকে সরলো অন্ধকার

এলো আলো

এই ভালো, এই বেশ ভালো।

No comments:

Post a Comment