আসবে একগুচ্ছ ভালোবাসা।
বিশাল অট্টালিকা তৈরি হচ্ছে,
তার মধ্যে ছোট বড় ফ্ল্যাট
কিছুদিন আর বাকি…
অনেক পরিবার আসবে
তাদের
রঙ্গীন স্বপ্ন নিয়ে,
তাদের হাসি
কান্নার গল্প
দিয়ে
ভরিয়ে ফেলবে এই
সিমেন্টের
প্রাঙ্গণ;
বারান্দায়
কাপড়চোপড় ঝুলবে,
রান্নাঘরের
বিবিধ গন্ধে
ভরে উঠবে এই
হাইরাইজ
কিছুদিন আর
বাকি…
মাঝেমাঝেই ভাবি মালিকেরা
এসে কিংবা ফোনে জিজ্ঞাসা
করে প্রমোটরদের,
'দাদা, আর কতদিন বাকি?'
আজানের, শঙ্খের আওয়াজ
আসবে এই
বহুতল
থেকেই, ছেলেমেয়েদের খেলাধুলা,
ইস্কুলে
যাওয়া আসা
বাবা মায়ের গল্প, তাদের
ইএমআইয়ের
দুশ্চিন্তা,
দাদু
দিদাদের আড্ডা, ওয়াকার
নিয়ে
হাঁটাহাঁটি, ছোটদের ছোটাছুটি
সকালবেলার
খোলা হাঁসির এক্সারসাইজে
গমগম করবে
এই গেটেড কমিউনিটি
কিছুদিন আর
বাকি…
কাজ হচ্ছে
জোরকদমে খুটখাট আওয়াজ,
ইট ধূলোবালি
দিয়ে ভর্তি হয়ে আছে
আগামী দিনের
বহু সংসারের বাসা
বহুজন বহুমত
গরমিল মিলেমিশে
হবে অচিরেই
সাবলীল
কিছুদিন আর
বাকি…
এই সুবিশাল অট্টালিকারা
সব যেন একেকটা দেশ
থাকে খুটখাট মনোমালিন্য
ও মিলনের সমাবেশ; সারা পৃথিবী
যদি এমনভাবে থাকত, তবে হতো বেশ
কে জানে কতদিন আর বাকি....
No comments:
Post a Comment