Tuesday, June 6, 2023

গণখুন


 





কার ভুল, এ কার ভুল?
ফুলের মত নীরবে ঝরে
গেল কত শত প্রাণ,
কত পরিযায়ী কর্মীর দল,
কত নিষ্পাপ
, ক্লান্ত ঘুমন্ত
যাত্রী,  নিঃশব্দ চিৎকার
নিঃশ্বাস রুদ্ধ করল
কালরাত্রি!!

 
এত প্রযুক্তির
 আস্ফালন?
পারল না বাঁচাতে আর্তনাদে
ফুরিয়ে যাওয়া জীবন?
যেই ঘরে দুটো তালা ঝোলা
তার আশেপাশে নেই কোনও ক্যামেরা?
কেন? কেন? কেন?
তবে কী করে
ধরবে কার ভুল
এ হেন মর্মান্তিক দুর্ঘটনার মূল?

এখন চলেছে ঝগড়ার ঝড়, অহেতুক
প্রশ্নের বাণ, অফুরন্ত, অক্লান্ত
অর্থহীন বাণী, সমাধানের বদলে হচ্ছে
সমস্যার উদ্ভব। সবাই পন্ডিত, সবাই জ্ঞানী!

কত আশা হলো ধ্বংস, নৃশংস
এই অকালমৃত্যুতে খসে পড়লো কত
স্বপ্নের সংসার, গণমৃত্যু এ যে, কে
নেবে এ অন্যায়ের ভার

করমন্ডল এই দুর্ঘটনায়
গাফিলতি বলো কার
কে বইবে কাঁধে হায়
এ হেন গণখুনের দায়?


সবাইকে ছেড়ে কোন গোবেচারাকে ধর,
তারই
হোক শাস্তি, তবেই বুঝি আসবে
ধামাচাপা দেওয়া শান্তি।

6 comments:

  1. কষ্টটা ফুটে বেরোচ্ছে।

    ReplyDelete
    Replies
    1. অশেষ ধন্যবাদ কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

      Delete
  2. Khub bhalo hoyechhe

    ReplyDelete
  3. Kothin sotto aar bastob er proticchobi ei kobita ta ….. Khub bhalo laglo.

    ReplyDelete