Thursday, April 25, 2019

জীবনী



আমার
দুঃখ করার কারণ আছে
কিন্তু দুঃখ করার সময় নেই।

ভোরের আকাশ পাখির গানে
ভোরে ওঠে মোর বাগানে

আনন্দের এই পৃথিবীতে
দু হাতে তাই তালি দেই

লোকজন আর টাকা কড়ি
মান সম্মান গাড়ি বাড়ি
ছেড়ে গেছে একে একে
হালকা করে এই আমাকে
যেই টুকু রয়ে গেছে পুঁজি
তাতেই আমি মহা খুশি

দু হাত তুলে নাচি কেবল
হার মেনে তাই জিতেই যাই।

পথ চলতে রাস্তা ঘাটে
লোকের দুখের সাথী হই।

আনন্দের এই নাট্যমঞ্চে
ভালবাসায় বিভোর রই।

আমার
দুঃখ করার কারণ আছে
দুঃখ করার সময় নেই। 

No comments:

Post a Comment