পূজোর
হাতছানি
সাদা
ভাসা মেঘ হেঁসে হেঁসে আজ
সবাইকে
শুধু দিনে দুপুরেতে
হাতছানি
দিয়ে ডাকছে
পালকের
মত সাদা কাশফুল
শরতের
সুরে দুলে দুলে তাই
হাততালি
দিয়ে নাচছে।
পূজোর
নতুন গানগুলি সব
গানে-সুরে-তালে
সাজছে
পূজাসংখ্যার
কত না গল্প
তৈরী
হ’চ্ছে অল্প অল্প
প্যান্ডেল
গুলি খটাখট ক’রে
চেনা
আওয়াজেতে মনপ্রাণ ভ’রে
মনরম
হ’য়ে উঠছে।
হ’য়ে গেছে শুরু মূর্তী বানানো
ম’ ম’ করছে মাটির গন্ধ
মা, মা ব’লে কুমোরবৃন্দ
নবনব
সাজে ঢাল তরবারে
গড়ছে
দূর্গা সপরিবারে
সাথে
চিরসাথি বাহনো।
ঝলমলে
সব জামাকাপড়েরা
স্টলে, মলে দেখ ঝুলছে
হকারেরা
হাঁক পাড়ছে জবর
কেনাকাটি
শুধু চলছে
আশা ভরা চোখ একই ভাষা কথা
জ্বলজ্বল ক'রে বলছে
এই
তো পূজো এসে গেল ভাই
এই
তো পূজো আসছে।
জিভে
জল আনা সুস্বাদু পদ
মনের
মধ্যে ক’রে কলরব
গুনগুন
দিন গুনছে।
চারিদিকে
শুধু এস,
এস রব
বাতাসেতে
শোনা যাচ্ছে
বাঙালির
এই মহা উৎসব
সবারি
আপন হ’চ্ছে।
আনন্দে
তাই সুনীল আকাশ
মিলনেরই
কথা বলছে।
পালকের
মত সাদা কাশফুল
শরতের
সুরে দুলে দুলে আজ
হাততালি
দিয়ে নাচছে
সাদা
ভাসা মেঘ হেঁসে হেঁসে তাই
সবাইকে
শুধু দিনে দুপুরেতে
হাতছানি দিয়ে ডাকছে।
হাতছানি দিয়ে ডাকছে।
No comments:
Post a Comment