Monday, March 6, 2017

মাপ করো

জনসমুদ্রের মধ্যে আমরা ফেনার মতো
আঁছড়ে পড়ি
নীল দিগন্তবিস্তৃত জলে আমাদের কোনো স্থান নেই
যুগে
যুগে তাই আমরা শুনে আসি তোমাদের
করুন হুঙ্কার, মাপ করো
আমরা চিরকাল তোমাদের করুনার পাত্রই রয়ে গেলাম
কিন্তু এই ফেনা দিয়েই তো তোমরা গা ভাষাও
তোমাদের
রুজি রোজগার, নূন লবন
বেঁচে থাকার স্বাদ তো আমরাই যোগাই
তবু
আমাদের বাইরেই রেখেছো  যুগ যুগ ধরে
কিন্তূ
আজ
যেন তোমরা থমকে দাঁড়িয়েছ
আজ
বুঝি আমরা তোমাদের
সাদা নোনতা বেড়াজালে ঘেরাও করেছি
কি আশ্চর্য,
তবুও
তোমাদের এক বাণী, মাপ করো

আমরা
যা আছি
আমরাও তোমরা হতে পারতাম
কিন্তূ তাতে তোমাদের তৃপ্তি-খুদা বুঝি মিটতো না
তাই
আজ আমরা আমাদের পেটের খিদে গায়ের জালা বালুরাশির মধ্যে
জলাঞ্জলি দিয়ে তোমাদের বলছি,
আর তোমাদের ডাঙা আমরা হবো না, মাপ করো

No comments:

Post a Comment