Image credit: Google images |
বর্ষার কাল মেঘ এসেছে
চারিদিকের ঘিরে
ধুলোজলে মেশা গন্ধে আর প্রকান্ড গাছের দোলে
মলিন ক্লান্তি খ’সে পড়ছে
মনের মেঘকে দুলিয়ে দিয়েছে
চিন্তাদুঃখকে আর বন্ধ ক’রে রাখতে পারছিনা
চোখে, কানে ধূলো ঢুকছে
আমার মনের ধূলো খিলখিলিয়ে বেরিয়ে
ভেঙ্গে পড়া আকাশে যাচ্ছে মিশে
ভিতরের কঠীন শব্দেভরা ঘ্যানঘ্যানে গদ্য
মেঘের আওয়াজে গান হ’য়ে বেরিয়ে আসছে
আমার কানে কিছু জল-মাটি ঢুকে বলে গেল
নরম ক’রে, কবিতার মত
দেখিস! আজ বিরাট কিছু একটা হবে
এর চেয়ে আর কি বেশি হ’তে পারে!
আমি ভাঙ্গছি,
ভিজছি
আর শুনছি
ঝম, ঝম, ঝম
No comments:
Post a Comment