Monday, July 27, 2020

This too shall pass

If you are passing through
difficult times; no job,
no business, no wherewithal,
no engagements,
no parties, no friends;
if you're in isolation
stay-put, hey dudes,
know this exile is just
a passing phase; in time,
everything will fall in place;
nature is taking a test
where all of us are in a class
of 2020, which is teaching us
empowerment, with humility;
however unpleasant
might be our present,
however difficult might be the virus,
have faith that this too shall pass.

Wednesday, July 15, 2020

পরিনতি

তোমার স্পর্শ, তোমার চুম্বন
তোমার দর্শন, তোমার আলিঙ্গন;
এ ছাড়া ব্যর্থ আমার জীবন, 
তোমার রসের প্রাঙ্গণে
নিজেকে করি সম্পূর্ণ সমর্পণ। 

চিত্ত হোক শান্ত, 
পবিত্র হোক দেহ,
আত্মা পাক তোমার
দুর্নিবার জ্যোতি, তোমার 
অফুরন্ত আলোর স্নেহ।

মন উদভ্রান্ত, বুদ্ধি অন্ধ,
এ মোহ মায়া বন্ধন
তোমার জ্ঞানের সাগরে
দিই চিরতরে বিসর্জন। 

বিদ্যা বাধা, অর্থ অনর্থ, 
এ মিথ্যা অহংকার
এ ভয়াবহ বিষ দংশন
কাটাও হে ঈশ্বর
হে মানব কুলপতি।

বুদ্ধি হোক স্হির, 
আসুক সুমতি, 
প্রাণে পূর্ণ প্রেম, 
হৃদয়ে পরিনতি।

Tuesday, July 14, 2020

Innocent

A child. 
Shooting a friend
With a revolver;
A smile lit up the innocent face, 
'My friend is dead', he said, 
With a sense of  innocuous achievement! 

More guns started selling
Encouraged by delinquents, 
Countless candles started melting, 
Media had eyeballs rising, 
Thanks to the incident. 

Whose fault is it? 
World framed with weapons, 
A designed deadly habit? 

An octogenarian understood the plan, 
Said, 'the child is the father of the man'.

©Supratik Sen

Surrender



I take my seat
At his feet, 
It's no defeat;
To submit, 
Is no mean feat.

©Supratik Sen

Saturday, July 11, 2020

তোমার সুমতি হোক



উঠতে গিয়ে নিজেকে
নীচে নামিও না, যাদের 
ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছো
সেই জনসমূদ্রের ঢেউয়ের 
ঝাপটায় গুঁড়িয়ে যাবে 
ওহে পথভ্রষ্ট দাম্ভিক! 
উৎকৃষ্ট, উত্তম হতে গিয়ে
নিজেকে প্লাস্টিক, 
নিকৃষ্ট, অধম করে ফেলো না,
ধনের গরিমা দেখ তোমায় 
ভিক্ষুক না করে ফেলে, 
তোমার সাধের সাজানো 
বাগানে ঝড়ের হাওয়া এসে 
ধূলিসাৎ করে দেবে তোমায় 
এক ঝাপটায়, এক নিমেষে। 

তাই দেখেশুনে চারিদিক
সাবধানে পা ফেলো, ওহে পথিক
কর্ম শুধু তোমার কর্ম দেখে, 
দেখে না তোমার তুচ্ছ সম্পত্তি, 
তোমার লোভী বিদ্যা, 
তোমার গগনচুম্বী প্রতিপত্তি, 
ওহে উন্নাসিক লোক
তুমি ভালো থেকো, 
তোমার সুমতি হোক।

©সুপ্রতীক সেন

Wednesday, July 8, 2020

Priceless moments



It's not possible for you
To remember everything
My child, the way your 
Father loved you
Every day and night, 
Cleaned your soiled bed, 
Took you in his untired 
Hands for long hours!

How he'd sing a lullaby
With you in his lap, 
And in the break of a dawn
How he'd sing you a
Morning song, feed you, 
Drive you to the school, 
Study, play with you too. 

I still feel your soft skin
My cheek touching your chin, 
Sleeping blissfully in my arms 
Making my dreams come true. 
But all of this my dear
How can you ever remember
You were just a little 
More than a toddler. 

Let me know, for all these
Gifts of beautiful memories, 
For these priceless moments
You have given to me my princess, 
What do you want in return?
Yes, I know I'm old now, 
But don't underestimate me
My grownup kid! My baby! 
I can still give you something
I know you dearly miss;
My warmest hug, 
And my forehead kiss. 

Thursday, July 2, 2020

Prayer



Let my ears hear
Only your words, 
Let my speech, 
Pleasing and sweet
Chant only your verse
And heal the listeners;
Through my eyes
Let me see your light -
The winsome universe, 
Let my hands be used
Only to caress and help
The troubled stage
From every false bondage, 
Let my feet walk your path
But above all, let my thoughts
Know of no anger and wrath,
Let them not feed on garbage. 

On this journey 
Let me train everyday, 
Even if I fail many times
Let me be conscious of my fall, 
Let the alarm at once chime
So I wake up to your call
And restart to walk your way. 

Monday, June 29, 2020

নিজের গল্প



কত লোক হাটছে দেখ, 
বাসে, ট্রামে ঝুলছে দেখ
কিম্বা যারা লকডাউনে
বাড়ির ভিতর বন্দি আছে, 
বন্ধ ঘরে বেকার হয়ে 
হতাশ হয়ে বসে আছে, 
কাছে গিয়ে জিজ্ঞেস কর
সবার কাছেই লুকিয়ে রাখা
সুখদুঃখের গল্প আছে। 

কান্না, হাঁসির কথা কত
স্মৃতির খাতায় লেখা আছে
কারুর গাথা প্রকাশ পেলেও
বেশিরভাগই হারিয়ে যায়
ঝরাপাতার ঠিকানায়। 

তবুও তারা লিখে চলে, 
জীবন দিয়ে কথা বলে, 
প্রতি ক্ষণে, প্রতি পলে, 
মরে, বাঁচে, যুদ্ধ করে
নিজের গল্প ঘরে বাইরে
নিজের তালেই ঘোরে ফেরে। 

©সুপ্রতীক সেন

Wednesday, June 24, 2020

Your presence

Your presence

Your presence that 
I feel in your absence
blinds my eyes, 
it tears me apart;
the existence of me
as me, it seems
cannot be felt anymore, 
all of my being
rendered meaningless. 

Yet, I imagine your footsteps, 
your disapproving, indulgent, 
affectionate looks with their 
layers of meanings, your 
velvety voice, intoxicating 
touch, suddenly bring me 
back to me, like a thirsty 
traveler whose tired feet 
had just touched an oasis, 
and who was kneeling down
to seek your forgiveness. 

I feel you are giving me a hand
through the gentle waves 
filling my tired, dried passage
with your passionate embrace,
with your quenching essence.

©Supratik Sen

Love



I grew up learning
From here and there
That love was blind
I wondered why, 
Until I heard Dalai Lama, 
Ever so longanimous 
And relevant say that, 
Love was the 
absence of judgement.