Monday, September 17, 2012

Tell us how show us now


Tell us how show us now

I was standing lonely on a mound 
Thinking and talking to myself, 
‘Tell me how, show me now 
To break the walls of Self 
From the books, from the prow 
From the pelf and the pound’ 
  
The invisible walls of dissension 
Standing so wide and tall 
Of faith, of trust, of skin and crust 
Taught to us and followed sans gumption 
Fight we should, fight we must 
From winter to the fall 
  
For who taught us Love? We fight for that Man? 
For the Book? That talks of Peace? 
We fight for them! To guard our clan! 
Put brooks and rocks amiss! 
Thinking thus I felt a pain, 
From my heart till the brain. 
  
From the mound I see a crowd. 
Raging and rushing unto me, 
They’ll kill me, I thought aloud 
O let them come I’ll die for free. 
I stand on the mound praying for Love and Peace 
They’ll chop me dead blow off my head and throw it in abyss. 
  
Hey noh! Look what is it that I hear! 
They’re singing? ‘Show us now, tell us how 
To break the walls of Fear’ 
My jaw dropped, my surprised brow 
Thought, they’re passing me by…how? 
The song ran all so clear, from nearly everywhere! 
  
I quickly joined the crowd, 
Jumped off the Selfish mound, 
The Song so danced around 
From the heaven to the ground, 
‘Tell us how, show us now’ 
Seems so sweet and sound. 

Friday, August 31, 2012

delinquent


delinquent

You sound sweet, they have to admit.
There’s a sense of melody,
The noise is, when you strive to sit.
On their treasured measured property
Every time I look at you,
Your rhythm only blesses me
Binds letters with destiny,
I wonder why the sound and look
Don’t marry with the meaning book?
You look and sound so delicate
How horrid is your worth so then!
Do the kids who stick to you
Come from a different den!

Oyé O cries Peter Pan
Santa, Tooth fairy, Piper don’t show
All stuck in caravan.
Have left the town with time and age
Red with anger, wise and rage?
Calling me, so I don’t grow
Calling me so, I don’t grow.
My eyes don’t yet go off your sight
Although, I read and sing until it lies
Soft are they so sitting right?

With open eyes I realise
Rain of questions pouring in
Logic, sense is all within.
They ragged me when I didn’t know
Was hiding in the address though?
They dragged, and threw me out of schools
Teams of learned, grown up fools.
They find me weird and crooked still
Drag me to the court to show
Pluck me like a daffodil?

The word and worth are not to flow.
All I longed was to just exist,
So sat on you, to all resist.
I go back where my nest is strong
Unchained from your worth to be,
Standing on the property
Hey tell them not to get me wrong
For they are also kids like me,
Pass me off as elegant?
The crime of rhyme from time to grow
Can hide inside a silent saint!
In their eyes and ears I’m happy to be
Forever crude, rude and delinquent! 

Thursday, August 30, 2012

Unheard


unheard

Your bead is lying on my bed,
It looked at me and perhaps said
A myriad thing I wouldn’t recall
My back is placed against the wall.

I saw your ring on the window-sill,
Waters I hear fall on the floor
For the shower you’re taking still
I lay my ears by the door,

I see your plate with morsel trace,
The chair you sat on a while ago,
You left for work with a smiling face,
Days like these do come and go.

I arouse the promise the necklace made,
I hear the song the ring had said,
Melodies burden do never fade,
You take them off and on instead.

Monday, August 20, 2012

pen-amuse


pen-amuse

my poem came
looking for me
I was looking for my pen
I saw chillies shooting up
From my kitchen garden

She was singing when I was in a meeting place
I looked her in the eye as I was searching for my pen
She was dancing from my office desk on my face
To my head and in my brain
I asked her to stop, she threw a kiss didn’t listen
Open she was with rounds of browns on her chest
There were rhymes and songs pouring from her nest
Off the window she looked like a fish in the cloud
I whispered as I couldn’t speak aloud
          - Stop that dancing it presses my nob
            Can’t you see I have to keep my job?
I pleaded her to stop as I had to type my notes
The onlookers looked at me and at the defunct remotes
She went missing there was no sign of pen

I was on the bus when I saw
trains shouting and piercing up and down afar
In between them I saw her jump and thaw
In seconds she flew running beside my car
Kissing on the glass she was dressed in white
Her grace pure and bright
Her eyes could drown I remembered the brown
Her lips like the waves her whole like the sea
I offered her a ring and whispered around
          - will you re-marry me?
She laughed and laughed, looked at me and laughed again
There was thunder first that melted into rain
She was wet, her hands stretched before me her hair flying away
Clearly I heard her say
          - I could, if only you found your pen

She then threw a rage on my face
The glass cracked
I woke up without a trace
Ran straight into my kitchen garden
Saw no chillies but there arrived a pen.


Thursday, July 19, 2012

অন্তর


অন্তর

আমি প্রস্তুত  

বিশাল সমুদ্র ভয়ংকর শব্দ জলের উথাল পাথাল, এক মুহূর্তে শেষ রে দেবার হুমকি ভয়, আশঙ্কা নিয়ে আমি টিউবে ভাসছি নোন্তা জল আমার মুখের ফুটোগুলো দিয়ে ঢুকছে তার ওপর ফেনার দুর্গন্ধ আমার চোখ জলছে আমি জলে রসাতল চান্চল্য আর শব্দের মধ্যে আমি একবার এদিক আর একবার ওদিক করছি এত অনাশ্চিতের মধ্যেও একটা আনন্দ চ্ছেআমি যে কত হাল্কা তা ডাঙায় কখন বুঝতে পারিনি কোনটা সত্যি? আমার ডাঙার ভার না চন্চল সমুদ্রের তূলবৎ তরলঙ আধার? কিছুদিন আগে যখন প্রথম প্লেনে চড়েছিলাম তখন আমি আমাকে একই প্রশ্ণ করেছিলাম A নয়ত F কোন একটা দিক থেকে মাটিতে থাকা প্লেনের বাইরে দিয়ে আকাশটাকে কাল্পনিক মনে হয়েছিল, কিন্তু মাটি ছেড়ে উড়তে উড়তে যখন বাড়ি ঘর ছোট য়ে আসতে লাগল, হল বিন্দুবৎ, তখন তুলোর মত মেঘে ঢাকা আকাশটাকে সত্যি আর আমার ফেলে আসা শহরকে কাল্পনিক নে য়েছিল তখনও ভেবেছিলাম কেন আমাদের মাঝে মধ্যে দূরের থেকে নিজের ঘরবাড়ি দেখা উচিৎ আকাশ থেকে অট্টালিকাও যা কুঁড়েঘরও তা পার্থক্যে ঘিরে থাকা স্থলে থেকে তা জানা বড় মুশকিল আকাশে উড়লে বা জলে ভাসলে তা দেখা যায়

 সমুদ্রে আসার আগে ট্রেনিঙ নিতে হয়েছিল তাই জানি কি রে ডুবতে হয় তাই ডুব দিলাম ডুব দিতে দিতে একেবারে চলে গেলাম সমুদ্রের স্থলে সমুদ্রের স্থল? তবে যে জানতাম একভাগ জল আর তিনভাগ স্থল? নাঃ এসব ভাবব না ৷ আমি এসব ভাগাভাগির মধ্যে নেই, সত্যি মিথ্যের ভিড়েও নই  এত হাল্কা সৌন্দর্য্যের মধ্যে সবকিছুই চিরন্তন ম'নে হ'চ্ছে ৷ কত মাছ, কত গাছ, কত নানান রকমের জীবন কী অদ্ভূত সুন্দর তাদের ধরনধারন, সবাই স্বচ্ছ, স্তব্ধ আর স্নিগ্ধ ৷ আমার ঢাকা চোখ, বন্ধ নাক আর স্তব্ধ কান দিয়ে সমুদ্রের নিয়ম জানলাম  বাইরে চন্চল সমুদ্র, ভিতরে শান্ত, স্নিগ্ধ, বাইরে চীৎকার, হুমকি, শব্দ, ভিতরে আস্থা, স্থিতি, নিঃশব্দ কোন শব্দ নেই, এমনকি আমার নিঃশ্বাসেরও নাশুধু দেখতে পাচ্ছি তারা বুদবুদ রে ওপরে যাচ্ছে আমার খবর দেবার জন্য আর নল দিয়ে নীচে আসছে ওপরের খবর নিয়ে খাকিবেশ পরা পোস্টম্যানের মত আমি ভাসছি...মনে হ’চ্ছে যেন নিজের ভিতরেই আছি, যেন এরকম ভাসার অভ্যাস আমার আছে তখনও নল ছিল, তবে নাকে বোধহয় না, অন্য কোথাও হবে সমুদ্রের একেবারে নীচে এসে আমার ছোটবেলার একটা সুর ভেসে এল ৷ দূর থেকে গানের মত মনে চ্ছে শীতের ছুটিতে যখন দুপূরবেলা খেতে বসতাম, রোজ দুট ফেরিওয়ালা যেত আমি ডালভাত খাবার সময় শুনতামজয়নগরেএএএএর মোয়াঃআমার মাছভাত খাবার সময় শুনতামঢাকাআআআই ক্ষীঈঈঈঈর আমার খাবারের সাথে এই ডাকগুলো যে সূর য়ে মিশে  আছে তা জানতে পারলাম সমূদ্রের নীচে এসে ৷ It seemed waters were breaking and I was settling down.

এবার ওপরে ওঠার পালা ৷ চোখ বন্ধ ক’রে ভাবছি এখানে আর কখন কি আসতে পারব ! নিলাম যত সম্পদ, যত শান্তি, যত অচন্চলতা নিঃশব্দে…আমার ঘর্মাক্ত শরীরে ৷ আলতো ক’রে ভেসে উঠলাম ওপরে, এখন জলের উথালপাথাল হুমকি ব’লে মনে হ’চ্ছেনা ৷ দূরে ডাঙা দেখা যাচ্ছে ৷ 

আমি আমার মুখোশ খুলব ব’লে প্রস্তুত হ’চ্ছি ৷