Thursday, June 26, 2025

Write anew

You have no future
all of you are going
to die
burn all the lying
scriptures of the world
written by fossils;
those writers
whoever they are
well-meaning, concerned
have died years ago
their relevance gone
for good, let their works
also go

wake up if you will
from your accursed
slumber
today’s dwellers
neighbors nowadays
dormant leaders
we are fewer than
the few, for the mass
growing in number,
write stories anew
write histories anew
write the future anew


Écrivons à nouveau

Vous n’avez aucun avenir,
vous allez tous mourir.

Brûlez ces écritures fausses,
du monde, les paroles trop grosses,
écrites par des fossiles glacés —
ces auteurs,
quels qu’ils soient,
inquiets, pleins de bonne foi,
sont morts depuis des années.

Leur voix s’est tueé,
leur feu s’est perdu ;
que leurs œuvres aussi
tombent dans l’oubli.

Réveillez-vous, si vous l’osez,
de ce sommeil empoisonné.

Habitants d’aujourd’hui,
voisins sans bruit,
chefs engourdis —
nous sommes moins
que les moindres témoins,
face aux foules qui s’élèvent,
et nous guettent sans trêve.

Écrivons des récits neufs,
des histoires sans fardeaux
ni preuves, un avenir refait
à la lumière de nos faits.

---

নতুন করে লেখ

তোমাদের কোনো ভবিষ্যৎ 
নেই
তোমরা সবাই মরে যাবে।

পুড়িয়ে দাও সব মৃত 
গ্রন্থ, এই জগতের,
লেখা পুরনো ফেলে 
আসা কালের হাতে।

তারা যারা লিখেছিল,
যেই হোক না কেন,
সদ্ভাবনায় উদ্বিগ্ন, 
তারা চিরতরের জন্য 
চলে গেছে তাদের 
অপ্রাসংগিকতার হাত
ধরে।

তাদের গুরুত্ব ফুরিয়ে গেছে,
চিরতরে—
তাদের লেখাও যাক
ঝরে ভুলে যাওয়া ইতিহাসে।

জেগে ওঠো, যদি পারো
এই অভিশপ্ত নিদ্রা থেকে।

আজকের মানুষেরা,
আশেপাশের প্রতিবেশী,
নতুন নেতারা—

যারা মুষ্টিমেয়, ওঠো জেগে 
অসংখ জনগণ তাকিয়ে 
আছে দেখ, তোমাদের দিকে 
অনাবিল চোখে,
তারা পড়তে চায়

এক নতুন লেখা 
সহজ সরল জলবৎ 

লেখো নতুন গল্প,
নতুন ইতিহাস,
নতুন ভবিষ্যৎ

গড় নতুন জগৎ 

No comments:

Post a Comment