আকাশ জুড়ে মেঘ
জানি সরে যাবে
বৃষ্টি ঝরে মাটির তৃষ্ণা
মেটাবে।
এ ঋতুর নিয়ম।
ঝরঝরে রোদ্দুর উঠবে
ফুলে ফলে শষ্যে ছাইবে
চারিদিক।
আমার অনিয়ম মনের
মেঘ কাটে না, পারিপার্শিক
কুটিলতা জটিলতার
আঁধার কাটে না, কাটে না,
কাটে না।
আমার মত শতসহস্র প্রাণী
অনবরত বুকের রক্ত
জল করে রাতদিন কাটাচ্ছে
ঝরছে চোখের জল অনর্গল।
এ ঋতু যাবার নয়
আমাদের যত দুঃখ
আক্ষেপ গ্লানি
আনন্দের বেশে
কখনও গান হয়ে,
কবিতায় নৃত্যে নাটকে
খেলার ছলে ভালবেসে
দৈনন্দিন জীবন যাপন
করছে। করে চলেছে।
সকলের মনে তবু
একরাশ আশা
ছোটবড় ঘরে
অনুক্ষণ যাওয়া আসা
সবাই লিখছে বলছে
ভাবছে নীরবে সরবে
মেঘ কাটবে, বসন্ত আসবে
হিংসার তৃষ্ণাও মিটবে
একদিন সব ঠিক হয়ে যাবে।
khub sundar..
ReplyDeleteThank you
Delete