চুপ থেকো না কবি
বল, কিছু লেখ,
তোমার কোলে রাখা
নির্বাক কলম অনাদরে
অকেজো হয়ে ঘুমিয়ে আছে।
তাকে জাগিয়ে তোল, সে
যে তোমার সবচেয়ে কাছে।
বাইরের কালিমা তাকে
নীরব করে দিলে? সে
জগতের অনাচারে জর্জরিত,
বাকরুদ্ধ হয়ে গেছে?
তোমায় বোবা করে দিল
দুষ্টের কোলাহল, তাদের অনর্গল
হলাহল ? কোথায় তোমার
মনোরম কলমের কলকল?
মানুষের হাহাকার, তাদের
অসহায় চিৎকার ঝঙ্কার
পাক তোমার অমৃত শব্দে।
দেখ, তারা তোমারই দরবারে
দাঁড়িয়ে নিঃশব্দে।ওদের ডাকে
সাড়া দাও কবি, ওদের করুন ব্যথা
প্রকাশিত হোক তোমার কঠোর
লেখনীতে,
চুপ থেকো না কবি, নিষ্ঠুর
মানুষের নিষ্পাপ ধরনীতে, তোমার
কোমল, নির্মলঅস্ত্র অগণিত মানুষের
নির্মম দুনিয়ার একমাত্র
সহায়।
সকলের সুখদুঃখ হাসি কান্না
উড়ুক ডানা মেলে
ধাপে ধাপে পা ফেলে
তোমার কলমের জোরে
তোমারই ভাষার ভরসায়।
A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
No comments:
Post a Comment